• No products in the cart.

15 দিনের Basic Spoken English Class – Day2 | Learn English with Mithun

15 দিনের Basic spoken English class- Day2

আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা শুরু করেছি 15দিনের Basic spoken English class এটা specially তাদের জন্য যারা একদম ইংরেজী বলতে পারেন না। 

এখানে আমরা শিখবো ইংরেজী বলতে গেলে কী কী আমাদের কী কী শেখা উচিৎ এবং কিভাবে শেখা উচিৎ।যাতে আমরা সঠিক ইংরেজী বাক্য তৈরি করতে পারি এবং সঠিক ইংরেজী বলতে পারি তাও খুব দ্রুত ভাবে।

যদি আপনি প্রথম দিনের ক্লাস না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন নাহলে আপনার ইংরেজী শিখতে অসুবিধা হবে। যাই হোক শুরু করা যাক আজকের ক্লাস।

Spoken English Class in Bengali DAY-2 Concept of the class

আগেরদিন আমরা শিখেছিলাম person সম্পর্কে। ইংরেজীতে person এর গুরুত্বপূর্ন একটা ভূমিকা আছে।তাই আপনাকে অবশ্যই ভালোভাবে এটা শিখতে হবে নাহলে ইংরেজী ভুল হয়ে যাবে ।

আজকে আমরা এক এক করে এক একটি person এর বাক্যের ব্যবহার শিখবো তার সাথে শিখবো person গুলির সঠিক অর্থ বা meaning এছাড়াও শিখবো tense অনুসারে কোন কোন helping verb ব্যবহার করা হয় আর তার সঙ্গে থাকছে daily life sentences যা আমাদের spoken english শিখতে সাহায্য করবে।

I- আমি বাক্যে I কে subject হিসেবে ব্যবহার করা হয়ে থাকে 

for exemple আমি স্কুলে যাচ্ছি- I am going to school. 

কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ spoken english এ আমরা বলতে পারি স্কুলে যাচ্ছি going to school.

Me- আমাকে
আমাকে বইটি দাও- Give me the book. বইটি কাকে দেওয়া হবে না আমাকে আখানে আমরা me এর ব্যবহার করলাম।


My- আমার
এই বাড়িটি আমার- This is my house.বাড়িটি কার বাড়িটি আমার এখানে আমার অর্থে my কে ব্যবহার করলাম আমি আগেও বলেছি আমরা এক একটি person এর সঠিক বাংলা অর্থ শিখবো যাতে আমাদের কখনো ভুল না হয় বাক্য তৈরি করতে


Mine- আমার
এই বইটি আমার- This বুক is mine. বইটি কার না বইটি আমার।

 

Difference Between ‘My’ and ‘Mine’

 


My এবং mine এর মধ্যে একটা পার্থক্য আছে এখানে একটা কথা বলি বাক্যের my কোথায় বসে আর mine কোথায় বসে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে my বাক্যের মাঝামাঝি স্থানে বসে আর mine বাক্যের শেষে বসে।
Mine বাক্যের possessiveness দেখায় মানে অধিকার দেখায়। যেমন এই বাক্যটিতে-
এই বইটি আমার- This book is mine. এখানে mine একটা অধিকার দেখাচ্ছে কার বই না আমার বই আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি ।


We- আমরা
আমরা বই পড়ছি- we are reading book.
We বা আমরা হলো অনেক জন তাই এটা plural.
Us- আমাদের/আমাদেরকে
এটা আমাদের দিন- Give this to us.
Our- আমাদের
এটি আমাদের গাড়ি- This is our car.
Ours- আমাদের/ আমাদিগের
বাক্যে ours ব্যবহার করলে একটা possessiveness বা অধিকার দেখায় তাই বাক্যে ব্যবহার করার সময় এটা আপনাকে মনে রাখতে হবে মোটামুটি ভাবে ours বাক্যের শেষে ব্যবহার করা হয়।

You- তুই/তুমি/আপনি

তুই কেমন আছিস?/তুমি কেমন আছো?/আপনি কেমন আছেন?- How are you?
এখানে আমরা you কে singular হিসেবে ব্যবহার করলাম তবে you কে ইংরেজীতে plural হিসেবেও ব্যবহার করা হয়।

যখন you কে plural হিসেবে ব্যবহার করা হবে তখন তার বাংলা অর্থ হবে তোরা তোমরা আপনারা
যেমন- তোরা সবাই যেতে পারিস/তোমরা সবাই যেতে পারো/আপনারা সবাই যেতে পারেন- You all may go.


Your- তোর/ তোমার/আপনার
তোমাক চোখ খোল- Open your eyes.
Yours- তোদের/তোমাদের/আপনাদের/তোর/তোমার/আপনার
এত গুলি বাংলা অর্থ আমরা yours কে ব্যবহার করতে পারি।


যেমন- এই বইটি কি তোর?/এই বইটি কি তোমার?/এই বইটি কি আপনার?/এই বইটি কি তোদের?/এই বইটি কি তোমাদের?/এই বইটি কি আপনাদের?/- Is this book yours?
এখানে আমরা yours কে singular এবং plural হিসেবে ব্যবহার করলাম

He- সে/ তিনি(male)


সে একজন ছাত্র- He is a student.
She- সে/তিনি (female)
সে একজন ছাত্র- She is a student.
বাংলা বাক্য একই রকম দেখতে এবং শুনতে কিন্তু ইংরেজীতে সহজেই বোঝা যায় আমরা কর কথা বলছি কোনো ছেলে না মেয়ের ব্যাপারে।


It- ইহা
এটা তাকে দাও- Give it to her. এখানে যেহেতু her আছে তাই বাক্যে female অর্থে ব্যবহার করা হয়েছে।
এটা তাকে দাও- Give it to him. এখানে her এর পরিবর্তে আমরা him কে ব্যবহার করলাম এটা দেখা আমরা বুঝে যাবো এটা male অর্থে ব্যবহার করা হয়েছে।


Name- যেকোনো নাম যেমন রাম/লিসা/যদু
সে তাকে ভালোবাসে- He loves her. এই বাক্যটিতে he আছে আবার her ও আছে ।আমরা he এর পরিবর্তে বলতে পারি Ram আর her এর পরিবর্তে বলতে পারি Lisa। তাহলে বাক্যটি হবে Ram loves Lisa.

 

They- তারা/ ওরা

 

তারা/ওরা কি বন্ধু?- Are they friends.
Him- তাকে (male)
আমি তাকে চিনি না- I don’t know him.
Her- তাকে (female)
তুমি কি তাকে চেনো- Do you know her
His- তার (male)
আমি তার গান পছন্দ করি- I like his music


Them- তাদের/ তাদেরকে
আমি তাদের কাউকে পছন্দ করি না-I don’t like any of them
Their- তাদের/ ওদের
আমি তাদের ছবি পছন্দ করি- I like their pictures
এটা তাদের গাড়ি- This is their car.


Theirs- তাদের/ ওদের
ওই বইটি তাদের- That book is theirs.
এই ধারণা তাদের- This idea is theirs.
বাক্যের theirs ব্যবহার করলে একটা possessiveness আসে বা অধিকার দেখায়।

আজকে আমরা মোটামুটি যতগুলি বাক্যের ব্যবহার শিখলাম এদের pronoun বলা হয়।pronoun নিয়ে আরো অনেক কিছু শেখার আছে সেটা পরে আলোচনা করবো ।

এদেরকে ভাগ করা হয় Person দিয়ে।Person তিন প্রকার।first person, second person and third person এটা মনে রাখার সহজ কৌশল হলো-


আমি, আমরা- first person
তুমি, তোমরা – second person
সে, তারা, বা যেকোনো নাম ইত্যাদি- third person


এবার শিখবো tense অনুসারে এদের সাথে কি কি helping varb ব্যবহার করা হয়।
Present Tense- present tense এ আমরা I কে am এর সাথে ব্যবহার করে থাকি।


যেমন-
আমি নিশ্চিত- I am sure.
আমি পড়াশোনা করতে যাচ্ছি- I am going to study
আবার i এর সাথে have কে ব্যবহার করা হয় যেমন-
আমার একটি কলম আছে- I have a pen
আমি ভাত খেয়েছি- I have eaten rice.
You এর সাথে are কে ব্যবহার করা হয়। যেমন-
তুমি পারছো- You are reading.
সে এর সাথে are কে ব্যবহার করা হয়।
আমরা খুশি- We are happy.


They এর সাথে have কে ব্যবহার করা হয়
তারা ইউরোপে চলে গেছে – They have gone to Europe.


He এর সাথে is কে ব্যাবহার করা হয়
সে মিথ্যে বলছে – He is lying
আবার he এর সাথে has কেও ব্যবহার করা হয়
তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন- He has forgiven him.
হে এর সাথে আবার has been কেও ব্যবহার করা হয়
তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ- He has been sick for a long time.


It এর সাথে ব্যবহার করা হয় is,has,has been কে। যেমন-
এটা নতুন- It is new.
এটা অনেক উষ্ণ হয়ে উঠেছে- It has become much warmer.
রবিবার থেকে বৃষ্টি হচ্ছে- It has been raining since sunday.
She এর সাথে is,has এবং has been ব্যবহার করা হয়।
সে কাঁদছে- She is crying
সে বাইরে গেছে- she has gone out
তিনি এই সপ্তাহে খুব ব্যাস্ত আছে- she has been very busy this week.

 

If you haven’t seen the day1 class,here is the link to go to the day1 class

Past Tense


I আর সাথে ব্যবহার করা হয়- was,had,had been
You এর সাথে ব্যবহার করা হয়- were,had,had been
একটা কথা এখানে বলে দেই had এবং had been কে সবার সাথে ব্যবহার করা হয়।
We এর সাথে আমরা- were,had,had been কে ব্যবহার করতে পারি।
They এর সাথে আমরা- were,had,had been কে ব্যবহার করতে পারি।
He এর সাথে ব্যবহার করা হয়- was,had,had been
It এর সাথে ব্যবহার করা হয়- was,had,had been

Future tense


I এর সাথে ব্যবহার করা হয়- will,will have.
You এর সাথে ব্যবহার করা হয়- will,will have.
Future tense এ will এবং will have কে সবার সাথে ব্যাবহার করা হয়।
We- will,will have
They-will,will have
He-will,will have
She-will,will have
It-will,will have

top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!