আজকে আমরা শিখব কন্ট্রাকশন বা সংকোচন।
সঠিক ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার জানা উচিত এদেরকে কিভাবে উচ্চারণ করা হয় সেটা আপনার শেখা উচিত তবেই আপনি স্মার্টলি ও ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারবেন। অনেকেই এদেরকে এড়িয়ে চলেন বা ভুল উচ্চারণ করে ফেলেন তাই আজকে আপনার ইংরেজির উন্নতি করতে এদের ব্যবহার শিখে নিন।
A construction is shortened version of the spoken and written forms of word or Word group.
কন্ট্রাকশন হলো একটি শব্দ বা শব্দ গোষ্ঠী কথ্য এবং লিখিত রূপের সংক্ষিপ্ত রূপ।
যেমন- Did not- Didn’t
ইংরেজিতে এমন অনেক কন্ট্রাকশন আছে চলুন এবার এদের শিখে ফেলা যাক।Aren’t- A short from of ‘are not’
এবার চলুন দেখা যাক বাক্যের সাথে আমরা এদের কিভাবে উচ্চারণ করব।আমরা নিশ্চিত নই।- We aren’t sure.
তারা এখনো এখানে নেই।- they aren’t here yet.
তোমার দেরি হয়নি- You aren’t late.
তারা কি আপনার বন্ধু নয়?- Aren’t they your friends?
এবার শেখা যাক Don’t- short from of ‘Do not’
যেমন- এটা করবেন না।- Don’t do it.তোমার কি সাহায্য লাগবে না?- don’t you need help?
এভাবে হাসবে না।- don’t laugh like this.
এবার আমরা শিখব It’s- short from of ‘it is’
যেমন- এটা আমার করার পালা।- It’s my turn to do it.আমার ঘড়িতে চারটে বাজে।- it’s four by my watch.
আজ গরম।- It’s hot today.
এবার তোমার পালা।- now it’s your turn.
এবার আমরা শিখব She’s-short from of ‘she is’
যেমন- সেই দোষী।- She’s to blame.তিনি একজন লেখিকা।- she’s a writer.
সে আমার সহপাঠী।- she’s my classmate.
এবার আমরা শিখব Haven’t – short from of ‘have not’
যেমন- আমি এখনো এটি পড়িনি।- I haven’t read it yet.আমার খাওয়া শেষ হয়নি।- I haven’t finished eating.
আমি এখনো দুপুরের খাবার খাইনি।- I haven’t eaten lunch yet.
এবার আমরা শিখব Hadn’t- short from of ‘had not’
যেমন- জন আসেনি।- John hadn’t come.বৃষ্টি হয়নি।- it hadn’t rained.
এবার আমরা শিখব Didn’t- short from of ‘Did not’
যেমন- তিনি যে সেখানে যাননি? – didn’t he go there?তুমি কি বাইরে যাওনি?- didn’t you go out?
আমি এটা পছন্দ করি নি।- I didn’t like it.
এবার আমরা শিখব Wouldn’t- short from of ‘would not’
যেমন- টম তা করবে না।- Tom wouldn’t do it.আমি কখনো কোন শিশুকে আঘাত করতাম না।- I wouldn’t ever hit a child.
এবার আমরা শিখব Shouldn’t- short from of ‘should not’
যেমন- আমার যাওয়া উচিত হয়নি।- I shouldn’t have gone.আমার এটা বলা উচিত হয়নি।- I shouldn’t have said that.
এবার আমরা শিখব I’ll- short from of ‘I will’ or ‘I shall’
যেমন -আমি আজকে যাব।- I’ll go today.আমি স্কুলে যাবো।- I’ll go to school.
এবার আমরা শিখব Con’t – short from of ‘Can not’
যেমন- আমি তোমার কথা শুনতে পাচ্ছি না।- I can’t hear you.আমি কিছুই দেখতে পাচ্ছি না।- I can’t see anything.
আমি আমার ঘড়ি খুঁজে পাচ্ছিনা।- I can’t find my Watch.
এবার আমরা শিখব Needn’t – short from of ‘Need not’
যেমন- তার চিন্তা করার দরকার নেই।- she needn’t worry.তোমার পরে আসার দরকার নেই।- you needn’t come later.
এবার আমরা শিখব Couldn’t- Short from of ‘could not’
যেমন- আমি আমার চাবি খুঁজে পাইনি।- I couldn’t find my keys.সে সময়মতো পৌঁছাতে পারেনি।- he couldn’t reach in time.
এবার আমরা shan’t – Short from of ‘shall not’
যেমন- আমরা তাকে বাধ্য করবো না।- we shan’t oblige him.আমরা বেশিদিন অপেক্ষা করবো না। – we shan’t wait long.
এবার আমরা শিখব Doesn’t – short from of ‘Does not’
যেমন- সে মিথ্যা বলে না।- He doesn’t lie.সে কি মুম্বাইয়ের নয়?- doesn’t he belong to Mumbai?
এবার আমরা শিখব Won’t – short from of ‘will not’
যেমন- আমি তাকে দেখবো না।- I won’t see him.আমি তোমাকে ছাড়া যাব না।- I won’t go without you.
এবার আমরা শিখব Hadn’t – short from of ‘ had not’
যেমন- আমরা তাকে দেখিনি।- we hadn’t seen him.সে সারারাত ঘুমায়নি।- he hadn’t slept all night.
Popular on MithunEnglish Right Now!
Recent Posts
- 9 tips to learn spoken English in just 90 days or less
- Spoken English Learning is the key to success
- Online Basic Spoken English Class Through Bengali – Day15 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day14 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day13 | MithunEnglish
Recent Comments