আজকে আমরা শিখবো কিভাবে কনভারসেশন করতে হয়।
আজকে নির্দিষ্ট কোন topic থাকবে না বিভিন্ন topic নিয়ে কথা বলবো ।মানে main main কিছু topic তুলে ধরার চেষ্টা করব যেগুলি ইংরেজী বলতে গেলে প্রতিদিন ব্যবহার করা হয়। কিংবা এমন কোনো কথা যেগুলো আপনি কখনো না কখনো জীবনে face করেছেন।এগুলো জানা থাকলে আপনি confidently english বলতে পারবেন এগুলি যদি না শেখেন তাহলে সারা life আপনাকে সমস্যা face করতে হবে।তাহলে চলুন শুরু করা যাক।
Here are some daily conversational sentences in Bengali and English:-
Supposedly, কেউ আপনাকে প্রশ্ন করলো
আজকাল তাহলে কি করছ?- What have you been doing these days?
এটা এমন একটা প্রশ্ন যেটা সবাই face করে থাকে আমি এটার সহজ উত্তর দেওয়ার চেষ্টা করছি।
আমি ইদানিং অনেক পড়াশোনা করছি- I have been studying a lot lately
বা বলতে পারেন – আমি এখন একটা কোম্পানিতে কাজ করছি- I am working in a company now
তো এইভাবে আপনি উত্তর দিতে পারেন।
অনেক সময় অনেকেরই বাড়িতে গেলে bole- এক কাপ চা খান- Have a cup of tea
উত্তরে আপনি বলতে পারেন- না, থাক, ধন্যবাদ। আমি এই মাত্র এক কাপ কফি খেলাম- No, thank you. I have just had a cup of coffee.
আবার এমন একটা সময় আসে যেখানে আপনি খুব তারায় আছেন তখন আপনার বন্ধু আপনাকে বলতে পারে ঘড়ি দেখা বন্ধ কর তো? তুই কি আমার জন্য একটু সময় নষ্ট করতে পারিস না?- Please,stop looking at your watch. Can’t you spare a little time for me?
এই প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিয়ে thaki-
দেখ,আমি বেশিক্ষন বসতে পারবো না । প্রয়োজন হলে বড়জোর 2 মিনিট বসতে পরি।- Look, I con’t stay long.If necessary,I can hardly sit for two minutes.
আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় আপনার পরিচিতের সঙ্গে দেখা তখন সে আপনাকে বলতে পারে
ফিরবার পথে একবার এখানে আসিস? – Come here once on the way back?
এটা খুব common একটা প্রশ্ন তখন আপনি বলতে পারেন – ঠিক বলতে পারছি না , যদি সম্ভব হয় দেখব।- I don’t know. Well,I will see.
কোনো জায়গায় কোনো কাজে গেছেন সেখানে আপনার প্রশ্ন হবে – আমি কি ভেতরে আসতে পরি?-sir May I come in?
তিনি বলতে পারেন – হ্যাঁ, ভেতরে আসুন।- Yes, come in please
এবার জিজ্ঞাসা করতে পারে আপনি কোন সালে গ্র্যাজুয়েশান করেছেন?- In which year did you graduate?
আপনি যে সালে গ্র্যাজুয়েশান করেছেন সেটা বলুন যেমন- আমি ২০১৬ সালে গ্র্যাজুয়েশান করেছি- I graduated in 2016.
এবার আপনাকে জিজ্ঞাসা করতে পারে- আপনার কোন অভিজ্ঞতা আছে?- Do you have any experience?
আপনার অভিজ্ঞতা থাকলে আপনি বলুন – হ্যাঁ আমার আছে।- Yes,sir,I have.
আর যদি না থাকে তাহলে বলুন- না, আমার অভিজ্ঞতা নেই- No, sir, I don’t have.
এবার চলুন শেখা যাক অন্য একটি সিটুয়েশন আমরা সবাই ফোনে কথা বলি তো ইংরেজীতে কিভাবে কথা বলবেন সেটা একটু শেখা যাক যেমন ধরে নেওয়া যাক কেউ আপনাকে ফোন করেছে যেমন-
আমি জে এম ডি থেকে মিস্টার গুপ্তা কথা বলছি।- This is Mr. Gupta speaking from JMD.
এরপর তিনি বলতে পারেন আমি কি মিস্টার রয়ের সাথে কথা বলতে পারি?- May I Speak to Mr. Roy?
এবার আপনি বলতে পারেন- আপনি কে ফোন করেছেন?- Hello who is speaking?
আমি মিস্টার গুপ্তা কথা বলছি-I am Mr. Gupta.বা তিনি বলতে পারেন – Gupta is speaking
আর উত্তরে আপনি যেটা বলতে পারেন
একটু ধরুন, আমি ডেকে দিচ্ছি- Please hold the line for a while.I am calling him.
বা আপনি এটাও জিজ্ঞাসা করতে পারেন – আপনি কোথা থেকে ফোন করেছেন?- Where are you calling from?
এর উত্তরে তিনি বলতে পারেন – আমি এম- স্টোর থেকে বলছি- I am calling from M-Store.
এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন -আপনার কাকে চাই?- Whom do you want,please?
সে বলতে পারেন – আমার মিস্টার রয়কে চাই- I want Mr. Roy.
মিস্টার রয় বাড়িতে নেই ।বোধয় বাইরে গেছেন।- Mr. Roy is not at home.I suppose he is out somewhere.
আমি কি জানতে পারি আপনি কি বলতে চান- May I know what you want to say?
এর উত্তরে তিনি বলতে পারেন- উনি এলে আমাকে ফোন করতে বলবেন। আমার নাম্বারটা লিখে রাখুন।- Thank you,please tell him to call me when he is back.please write down my number.
এবার ধরুন আপনি কোন অফিসে কারোর সাথে দেখা করতে গেছেন- এখানে কি মিস্টার সেন আছেন?- Is Mr. Sen here?
ওপর জন বলতে পারেন- দুঃখিত তিনি একটু আগে এখান থেকে চলে গেছেন। তবে আবার আসবেন বলেছেন।- Sorry, he left a little while ago from here. However he said he would come again.
এই বাক্যটির উত্তর আপনি এইভাবেও বলতে পারেন – However he will come again.
আমি কি তার জন্য অপেক্ষা করতে পারি ?আপনি কি জানেন ঠিক জানেন? তিনি আবার কখন ফিরবেন?
Can I wait for him? Do you know exactly when he will return?
আর উত্তরে সে বলতে পারে
কি করে বলবো ?আপনার যদি কোনো কাজ না থাকে আপনি অপেক্ষা করতে পারেন।- How do I say? If you don’t have any work you can wait.
অনেক সময় অনেক বন্ধুকে দেখা যায় মন খারাপ করে বসে থাকে তখন তাকে আপনি বলতে পারেন- কি রে কি হয়েছে তোর?- Hello what happened to you?
তোকে খুব চিন্তিত দেখাচ্ছে- You look very worried বা এমন ভাবেও বলতে পারেন- Something is worrying you
এরপর বলতে paren- ব্যাপার কি?- What’s the matter?
ইংরেজী বলার সময় কখনো word by word meaning বলতে যাবেন না। আপনার উদ্দেশ্য হলো আপনার মনের কথা গুলো আর একজনকে বোঝানো। ইংরেজী বলার সময় আপনার কান খুব পরিষ্কার রাখতে হবে মানে খুব মন দিয়ে শুনতে হবে।তারা কিভাবে কথা বলছে বা তারা কি ধরনের বাক্য ব্যবহার করছে সেটা মনে রাখতে হবে।
বিশ্বাস কর সত্যি কিছু হয়নি- Belive me, nothing really happened
কিছু তো হয়েছে তোর মনে ।আমার কাছে কিন্তু তুই লুকোতে পারবি না- There is something happened in your mind.But you con’t hide from me
এবার আপনার বন্ধু আপনাকে বলতে পারে কি জন্য তার মন খারাপ
আমি যে কাজটা করছি সেটা আমার ভালো লাগছে না-I don’t like the job I’m doing.
তো সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন
দেখ, চাকরি তো তোকে করতেই হবে।আজ ভালো লাগছে না কিন্তু একদিন তোর ভালো লাগবেই।- Look you have to do the job. It doesn’t feel good today but one day you will like it.
Conclusion :-
All these are part of daily Spoken English sentences. What you have to do here?
You just need to reconfirm that every single time you are using these kind of sentences, you have to speak flawlessly. So, that’s it in today’s session.
Thank you so much for being here. If you haven’t watched our video lessons or written lessons. Please click the previous lessons class. See you soon in the next edition.
Popular on MithunEnglish Right Now!
Recent Posts
- 9 tips to learn spoken English in just 90 days or less
- Spoken English Learning is the key to success
- Online Basic Spoken English Class Through Bengali – Day15 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day14 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day13 | MithunEnglish
Recent Comments