আজকে আমরা শিখব Daily Routine সম্পর্কে
মানে আমরা সারাদিন কি কি করি সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করব আমি চেষ্টা করব ছোট ছোট বাক্যে আপনাকে daily routine সম্পর্কে শেখাতে
এখানে আমরা নানা ধরনের বাক্য শিখব যেগুলি আমরা মোটামুটি সারাদিন করতে থাকে এগুলো শিখতে পারলে আপনি খুব সহজেই নিজে থেকে daily routine বলতে পারবেন অনেকেই আছেন যারা daily routine সম্পর্কে বলতে পারেন না আশা করি আজকের পর আর অসুবিধা হবে না তাহলে চলুন শুরু করা যাক।
সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি কি কাজ করে থাকি
প্রথমে আমরা শিখব সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি কি কাজ করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক।
আমি সকাল 6 টায় ঘুম থেকে উঠি।- I wake up at 6:00 am.
আমি আমার এলার্ম বন্ধ করি।- I turn my alarm off.
আমি সকাল সাড়ে ছয়টার দিকে উঠে।- I get up around 6:30 am.
আমি আমার বিছানা ঠিক করি।- I make my bed.
আমি গোসল করি। – I take a shower.
আমি পোশাক পরলাম।- I get dressed.
আমি আমার চুল ঠিক এবং মেকআপ করি।- I do my hair and makeup.
আমি আমার দাঁত মাজি।- I brass my teeth.
আমি জলখাবার বানাই।- I make breakfast.
আমি সকালের নাস্তা খাই।- I eat breakfast./I have breakfast.
আমি এক কাপ কফি/চা পান করি।- I take a cup of coffee/tea.
আমি খবরের কাগজ পড়ি।- I read the newspaper.
আমি আমার সোশ্যাল মিডিয়া চেক করি।- I check my social media.
আমি আমার ইমেইল চেক করি।- I check my emails.
আমি আমার কুকুরকে হাঁটাই।- I work my dog.
আমি জিমে যাই।- I go to the gym.
আমি কাজে/স্কুলে যাই।- I go to work/School.
আমি বাড়ি থেকে কাজ করি।- I work from home.
আমি ট্রেনের জন্য অপেক্ষা করি।- I wait for the train.
আমি গাড়ি চালিয়ে অফিস/স্কুলে যাই।- I drive to work/school.
আমি একটা ট্যাক্সি নিই- I take a taxi.
আমার ভাই আমাকে কাজের জন্য রাইড দেন।- my brother gives me a ride to work.
আমি আমার অফিসের ইমেইল এর উত্তর দিই।- I answer my office emails.
আমি সভায় অংশগ্রহণ করি।- I attend meetings.
আমি সকাল দশটার দিকে হালকা জল খাবার খাই।- I have a snake around 10:00 am.
আমি বাসায় গিয়ে দুপুরের খাবার বানাই।- I go home and make lunch.
আমি বাসায় দুপুরের খাবার খাই।- I have lunch at home.
আমি থালা বাসন ধুই।- I wash the dishes./ I do the dishes.
আমি দুপুরের খাবারের পর ঘুমাই।- I take a nap after lunch.
Nap মানে একটু ঘুমিয়ে নেওয়া।
তাহলে মোটামুটি আমরা সকাল থেকে দুপুর অবদি যে সমস্ত কাজগুলি করে থাকি সেগুলি আমি ছোট ছোট বাক্যে আপনাকে শেখানোর চেষ্টা করলাম আশা করি এই বাক্যগুলি আপনাকে ডেইলি রুটিন সম্পর্কে বলতে অনেক করবে
দুপুরের পর থেকেই আমরা সম্ভাব্য কি কি কাজ করতে পারি
এর পরে আমরা শিখব দুপুরের পর থেকেই আমরা সম্ভাব্য কি কি কাজ করতে পারি সেগুলি আমরা ছোট ছোট বাক্যে শেখার চেষ্টা করব।
আমি কাজের পর মুদি বাজার কিনে থাকি।- I buy groceries after work.
আমি বিকেল ৪ টায় কাজ থেকে বাড়ি ফিরি।- I get home from work at 4:00 pm.
আমি ঘর পরিষ্কার করি।- I clean up the house.
আমি রাতের খাবার বানাই।- I make dinner.
আমি ডিনার অর্ডার করি।- I order dinner.
আমি রাতের খাবারের পর আবর্জনা বের করি।- I take out the trash after dinner.
Trash মানে হলো আবর্জনা।
আমি আমার বিড়ালকে খাওয়াই।- I feed my cat.
আমি আমার ওষুধ খাই।- I take my medicine.
আমি উষ্ণ স্নান করি।- I take a warm bath.
আমি পরের দিনের পরিকল্পনা করি।- I plan the next day.
আমি আবহাওয়া পরীক্ষা করি।- I check the weather.
আমি ইউটিউব ভিডিও দেখি।- I watch you tube videos.
আমি গান শুনি। – I listen to music.
আমি ঘুমানোর আগে একটি বই পড়ি।- I read a book before bed.
আমি দরজা লক করি।- I lock the doors.
আমি আমার মেকআপ তুলে ফেলি।- I take off my makeup.
আমি আমার এলাম ঘড়ি সেট করি।- I set the alarm clock.
আমি আমার ফোন চার্জ করি। – I charge my phone.
আমি ফোন ধরে রেখে দিই।- I put my phone away.
আমি ধ্যান করি।- I meditate.
আমি লাইট অফ করি।- I turn off the lights.
আমি বিছানায় যাই।- I go to bed.
আমি ঘুমিয়ে পড়ি।- I fall asleep.
তাহলে আমরা শিখলাম সকাল থেকে রাত অব্দি সম্ভাব্য যে সমস্ত কাজগুলি আমরা সাধারণত করে থাকি তার ইংরেজি করলাম আশাকরি এগুলি আপনাকে অনেক হেল্প করবে এবার আমরা শিখব এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডেইলি রুটিন বলা হয়।যেমন-
শুভ সকাল/শুভ সন্ধ্যা- good morning/good evening
হ্যালো! আমি জন/ মেরি- Hello! I am John/Merry
আজ আমি সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠলাম।- today I wake up at 6:30 a.m.
আমি প্রথমে সতেজ হলাম।- I got refreshed first.
এবং সকালের কাজের জন্য গেলাম।- and went for morning work.
তারপর আমি আমার নাস্তা নিলাম।- after that I took my breakfast.
তারপর আমি আমার ক্লাস/অফিসের জন্য প্রস্তুত হলাম।- then I got ready for the classes/office.
অফিস/ক্লাস থেকে ফিরে আসার পর আমি আমার লাঞ্চ করলাম।- after coming back from
office/class I took my lunch.
আমি কিছুটা বিশ্রাম নিলাম তারপর বাজারে গেলাম, কিছু সবজি/মুদি সামগ্রী কিনতে।- I took some rest
then when to market to buy some vegetables/groceries.
আমি বাড়ি ফিরে আসলাম তারপর কিছু জলখাবার আর চা নিলাম।- come back home then I took
some Snakes and tea.
এক ঘন্টার জন্য সংবাদ এবং টিভি শো দেখেছি।- watched news and TV shows for an hour.
আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খেলাম।- I took my dinner with my family.
তারপর আমি ঘুমিয়ে পড়লাম।- then I slept.
Conclusion:-
That is all about saying your daily routine in an easy way so that you don’t have to pressurize your brain and still you can say about what you do on a daily basis based on regular activities at home and outside home.
Popular on MithunEnglish Right Now!
Recent Posts
- 9 tips to learn spoken English in just 90 days or less
- Spoken English Learning is the key to success
- Online Basic Spoken English Class Through Bengali – Day15 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day14 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day13 | MithunEnglish
Recent Comments