Basic Spoken English Class 1
একদম জিরো লেভেল থেকে ইংরেজী বলতে শিখুন।
আজকের এই কোর্সটি তাদের জন্য যারা একদম নতুন ইংরেজী শিখতে শুরু করেছেন তাদের জন্য।
যারা মনে মনে ঠিক করেছেন যে এবার ইংরেজী বলা শিখতে হবে।
এই কোর্সটি তাদের খুব কাজে আসবে।
আমি ১৫ দিনের Basic English Speking Course করাবো। আশা করি এই কোর্সটি শেষ করলে আপনি ইংরেজী বলা শিখে যাবেন।
এখানে আমি আপনাকে শেখাবো ইংরেজী বলতে গেলে যেগুলি সবার প্রথমে জানা উচিত।
মানে যেগুলি না জানলে ইংরেজী বলা সম্ভব নয়।
যেমন:
0.1 Basic English Grammar
এখানে আপনাকে শেখাবো ইংরেজী বলতে গেলে ইংরেজী গ্রামারের যে যে পাট গুলি আপনার জানা উচিত।
একদম সহজ ভাবে শিখিয়ে দেবো যাতে আপনি শিখতে পারেন।
0.2 Daily use English words
এখানে আমরা শিখবো ইংরেজী বলতে গেলে যে শব্দ গুলি প্রতিদিন ব্যাবহার করা হয়।
এতে আপনার ইংলিশ ভোকেভলারি অনেক স্টং হয়ে যাবে।
0.3 Daily use English Sentence
এখানে আমরা শিখবো আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের বাক্য গুলি সবসময় ব্যাবহার হয়। যে বাক্য গুলি সহজ কিন্তু সব জায়গায় ব্যাবহার করা হয় এমন সব বাক্য।
এগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজী বলতে শিখে যাবেন।
যাই হোক চলুন শুরু করা যাক আজকের ক্লাস
Day-1- Spoken English Class
আজকে প্রথম দিনের ক্লাসে প্রথম শিখবো Basic English Gramar যেখান আমি আপনাকে শেখাবো Person সম্পর্কে ,কারণ এটা না জানলে ইংরেজী বলতে অসুবিধা হবে।
Person এর প্রকাভেদ :
Person তিন প্রকার ।
1- Frist Person (উত্তম পুরুষ)
2- Second Person (মধ্যম পুরুষ)
3- Third Person(নাম পুরুষ)
Person কে আবার Singular, Plular এ ভাগ করা হয়
প্রথমে আমরা First Person এর Singular গুলি দেখা নেবো
I আমি
Me আমাকে
My আমার
Mine আমার
Myself আমি নিজেই
এবারে এদের Plular ফর্ম গুলো দেখা যাক
We আমার
Us আমাদের/আমাদেরকে
Our আমাদের
Ours আমাদের
Ourselves আমরা/নিজেরা
এবার চলুন দেখি Second Person
You তুমি/আপনি
Your তোমার/আপনার
তবে আপনার এখানে জেনে রাখা উচিত হয় You কে আমরা Singular Plular দুভাগেই ব্যাবহার করতে পারি
Yours তোমাদের/আপনাদের
Yourself তোমরাই,তোমরা নিজেরাই
এবারে চলুন Third Person সম্পর্কে
প্রথমে আমরা শিখবো Singular Number তারপর শিখবো Plular Number
Singular number এর মধ্যে পরে-
He (male) সে, তিনি (পুরুষ)
She সে, তিনি (মহিলা)
It এটা
Its এর
Itself নিজে,নিজেই
Him তাকে
His তার
Her (female) তার (মহিলা)
Hers তার
Herself তার নিজেই
এবারে Plural গুলি দেখা যাক
They তারা
Them তাদের
Theirs তাদের
Themselves তারা নিজেরা
এই চারটি ভালোভাবে শিখে রাখো। কারণ ইংরেজী বলতে গেলে এদের ব্যাবহার আপনাদের সঠিক ভাবে করতে হবে।
তাহলে আমরা শিখে নিলাম Person সম্পর্কে এগুলি মনে রাখুন নাহলে পরে অসুবিধে হবে ইংরেজী শিখতে।
এগুলি সহজ কিন্তু এদের ছাড়া ইংরেজী বাক্য গঠন করা সম্ভব নয়।এই ছোট ছোট জিনিস গুলো প্রথম থেকে ঠিকঠাক ভাবে শিখে নিতে পারলে আপনি সঠিক ইংরেজী বলতে শিখে যাবেন।
এবার প্রশ্ন হলো এগুলি জানলেই কি আপনি ইংরেজী বলতে পারবেন ?
এর উত্তর না।
এর সথে আপনাকে এর কিছু নিয়ম শিখতে হবে।
যেগুলি জানা খুব জরুরী তবেই আপনি সঠিক ইংরেজী বলতে পারবেন।
তাহলে চলুন এদের ব্যাবহারের কিছু নিয়ম জানা যাক
মানে এই শব্দ গুলি কোথায় কোথায় কিভাবে ব্যাবহার করতে পারব।
যখন আমরা Persend tense আর I টি ব্যাবহার করবো তখন সাহায্যকারী varb হিসেবে থাকবে Am,Have
যদি আমরা I কে Past Tense এ ব্যাবহার করি তখন সাহায্যকারী varb হবে was,had
আর যদি Future Tense এ ব্যাবহার করি তাহলে I এর সাথে বসবে will,will have
You We They এদেরকে যখন আমরা Presend Tense এ ব্যাবহার করবো
তখন Subject অনুসারে আমাকে ব্যবহার করতে হবে Are, Have অথবা Have Been
আর যদি এদেরকে past tense এ ব্যাবহার করি তখন হবে were, had, had been
আর যদি Future tense এ ব্যাবহার করি তাহলে সাহায্যকরী varb হিসেবে বসবে will,will have
এবার দেখা যাক Third Person
He , she, it, name বা যেকোনো নাম যদি এদের আমরা Persend tense এ ব্যাবহার করি তাহলে এদের সাথে সাহায্যকারী varb হিসেবে বসবে Is,Has,Has Been
আর past tense এ হবে was,had বা had been
আর Future Tense এ বসবে will,will have subject অনুসারে।
এই গুলি খুব ভালো করে মনে রেখে দিন কারণ এগুলি কখনোই ভুল করা যাবে না এখানে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে আর বাক্যের অর্থ ভুল হয়ে যাবে ।
এগুলি Basic English Grammar এগুলো ছাড়া ইংরেজী বলা সম্ভব না।তাই এখানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন।তবেই আপনি সঠিক ইংরেজী বলতে পারবেন।
এবার আমরা শিখবো কিছু ইংরেজী শব্দ যেগুলি প্রতিদিন ব্যাবহার হয়।আজকে আমরা টোটাল 50 টি শব্দ শিখবো যেগুলি ব্যাবহার হয় ইংরেজী বলতে গেলে।
অবশ্যই এগুলি শিখুন কারণ এই 15 দিনে আমরা প্রায় 1000 শব্দ শিখবো যেগুলি প্রতিদিন সব জায়গায় সবসময় ব্যাবহার হয়।মনে বাড়ি থেকে অফিস স্কুল কলেজ থেকে বন্ধদের আড্ডায় যেসব শব্দ গুলি বার বার ব্যাবহার হয়।
ভোকাবুলারি না বাড়ালে অনর্বল ইংরেজী বলা সম্ভব নয়।
যাই হোক আজকে প্রথম শব্দটি শেখা যাক।
Ask- জিজ্ঞাসা করা
Bathe- স্নান করা
বো – ধনুক
Buy- কেনা
Clap- হয় তালি দেওয়া
Climb- আরোহণ করা
এই শব্দগলো আমাদের কখনো না কখনো ব্যাবহার করতে হয় প্রতিদিনেরজীবনে তাই এগুলো মন দিয়ে শিখুন।
Close- বন্ধ করা
Cook- রান্না করা
Crawl- হামাগুরি দেওয়া
Cry- কান্না
Cut- কাটা
Dance- নাচা
Dig- খনন করা
Dive- ডুব দেওয়া
Dream- স্বপ্ন দেখা
Drink- পান করা
Eat- খাওয়া
Fight- লড়াই
Fly- উড়া
Give- দেওয়া
Hug- আলিঙ্গন করা
Jump- ঝাঁপ দেওয়া
Kint- বুনা
Laugh- হাসা
Listen- শোনা
Open- খোলা
Paint- রং করা
Play- বাজানো/খেলা
Read- পড়া
Ride- চড়া
Sew- সেলাই করা
Shake- ঝাঁকুনি দেওয়া
Sing- গান করা
Smell- গন্ধ নেওয়া
Snore- নাক ডাকা
Stack- গাদা করা
Stand up- দাড়াও
Talk- কথা বলা
Think- ভাবা
Throw away- ছুড়ে ফেলে দেওয়া
Turn off- বন্ধ করা
Turn on- চালু করা
Wait- অপেক্ষা করা
Wash- ধোয়া
Watch- ঘড়ি/ দেখা
Win- জয় করা
Write- লেখা
প্রথমে আমরা শিখলাম basis english gramar এর কিছু নিয়ম তারপর শিখলাম daily use english words এবার আমরা শিখবো Daily use English sentences মনে এমন কিছু বাক্য যেগুলি আপনি সবসময় সব জায়গায় ব্যাবহার করতে পারবেন তবে তার আগে আমরা শিখবো কিভাবে বাক্য তৈরি করতে হয় কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না যার ফলে ইংরেজী ভুল হওয়ার একটা chance থেকে যাবে তাই আমরা প্রথম থেকে সঠিক ভাবে ইংরেজী শেখা শুরু করবো
এখানে আমরা শিখবো varb এবং object দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি খুব সহজে নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক।
ডিম সিদ্ধ কর। – Boil the egg .
এখানে Boil মানে সিদ্ধ করা boil হলো একটি varb তার সাথে যোগ হলো ডিম the egg
চাবি নিয়ে এসো- Bring the key
এখানে Bring হলো varb আর the key হলো object বা আমরা other words ও বলতে পারি কারণ বাক্যের অন্যান্য অংশ আমরা varb এর পরে বসাবো। প্রথমে আমরা varb কে ব্যাবহার করবো তারপর আমরা বাক্যের অন্যান্য অংশ বা other words গুলিকে তারপর বসাবো।
এটি পরিষ্কার করো- Clean it
এখানে থাকুন।- Stay here
আমাকে সাহায্য করো- Help me
জামা কাপড় ধুয়ে ফেল- Wash the clothes
টিভি চালু কর – Switch on the TV
তোমার নাম লেখো- Write your name
একটু আগে আমরা শিখলাম কিভাবে ছোট ছোট বাক্য কিভাবে তৈরি করা যায় যেখানে আমরা শুধু মাত্র varb এবং object বা other words কে ব্যাবহার করেছিলাম এখানে আমরা শিখবো কিভাবে একটি পরিপূর্ণ বাক্য
তৈরি হয়
এখানে এবার আমরা varb এবং object এর সাথে subject এর ব্যাবহার করা শিখবো তার সাথে শিখবো tense এর কিছু নিয়ম তবেই একটি পরিপূর্ণ বাক্য তৈরি হবে এখানে আমি মাত্র একটি sentence নেবো এবং সেই sentence টি সমস্ত tense এ ব্যাবহার করে দেখাবো তার অর্থের পরিবর্তন কিভাবে হচ্ছে এবং সমস্ত tense এর sentence কাঠামো গুলি কেমন হবে আমি সেটাও আপনাকে খুব সহজে শিখিয়ে দেবো যাতে আপনি tense খুব সহজে শিখে যাতে পারেন
এখানে তাহলে আপনি শিখবেন sentence কাঠামো এবং tense
Simple present – S+V 1+O
প্রথমে আপনাকে subject তারপর varb তারপর object বসাতে হবে তাহলে একটি বাক্য তৈরি করতে হলে তিনটি জিনিস লাগবে subject,varb,object এবার একটা উদাহরণ দেখা যাক।
আমি ভাত খাই- I eat rice
এখানে I হলো subject আর varb হলো eat আর rice হলো other words
এবার এই বাক্যটিকে আমরা past tense এ ব্যাবহার করে দেখি কি রকম পরিবর্তন হয়। এবং sentence কাঠামো কিভাবে পরিবর্তন হয়।
Simple Past: S+V2+O
Simple present আর ক্ষেত্রে varb এর 1st ফর্ম বসেছিল যখন আমরা আমরা past tense করবো তখন আমরা varb এর 2nd ফর্মকে বসাবো।
এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এটা past tense।
Simple present tense এ আমরা বলেছিলাম আমি ভাত খাই।simple past tense এ হবে আমি ভাত খায়েছিলাম- I ate rice
Eat এর past ফর্ম হলো ate
এবার চলুন দেখা যাক simple future tense sentence কাঠামো হবে প্রথমে S+will+V1+O
আমি ভাত খাবো: I will eat rice এখানে subject হলো I তারপর will কে নিয়ম অনুযায়ী আমরা বসালাম তারপর eat কে বসালাম তারপর other word বা object কে বসালাম
এবার চলুন দেখে নেওয়া যাক presend countinuous tense
Sentence কাঠামো হবে : S+ am/is/are+V+ing+O
উদাহরণ দেখে নেওয়া যাক
আমি ভাত খাচ্ছি: I am eating rice
এখানে eat হলো main varb তার সাথে আমরা ing যোগ করলাম তাছাড়া I এর সাথে আমারা সাহায্য করী varb হিসেবে am কে বসালাম
এবার শিখবো আমরা past countinuous tense
Sentence কাঠামো: S+was/were+V+ing+O
উদাহরণ দেখা যাক
আমি ভাত খাচ্ছিলাম-I was eating rice
Future countinuous tense
Sentence কাঠামো হবে:S+will be+V+ing+O
এবার উদাহরণ দেখা যাক
আমি ভাত খেতে থাকবো- I will be eating rice
Countinuouns tense এ আপনাকে সবসময় মনে রাখতে হবে যে varb এর সাথে ing যোগ হয় এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে
এবার আমরা শিখবো present perfect tense
Sentence কাঠামো:S+have/has+V 3+O
If you would like to go to the class 2, then click here for 2nd class
উদাহরণ
আমি ভাত খেয়েছি- I have eaten rice
এখানে I হলো subject তারপর subject অনুসারে object বসেছে eaten হলো eat এর 3rd ফর্ম তারপর object
Past perfect tense
Sentence কাঠামো:S+had+V 3+O
আমি ভাত খেয়েছিলাম- I had eaten rice
এখানে আপনাকে মনে রাখতে হবে had কে সমস্ত subject এর সাথে ব্যাবহার করা যায়
Future perfect tense
Sentence কাঠামো:S+will have+V 3+O
আমি ভাত খেয়ে থাকবো-I will have eaten rice
Popular on MithunEnglish Right Now!
Recent Posts
- 9 tips to learn spoken English in just 90 days or less
- Spoken English Learning is the key to success
- Online Basic Spoken English Class Through Bengali – Day15 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day14 | MithunEnglish
- Online Basic Spoken English Class Through Bengali – Day13 | MithunEnglish
Recent Comments