• No products in the cart.

15 দিনের Basic Spoken English Class Through Bengali – Day9 | MithunEnglish

আজকে আমি আপনাকে শিখবো ১০০ টি বাক্য।

এই বাক্য গুলি স্পোকেন english এ সবথেকে বেশি ব্যবহার করা হয়। ইংরেজী বলতে গেলে আপনাকে এদের ব্যবহার করতে হবে।তাছাড়া এগুলো জানলে আপনি নিজেথেকে আরো অনেক বললো তৈরি করতে পারবেন।এগুলো আপনাকে অনোর্বল ইংরেজী বলতে সাহায্য করবে। কারণ এই বাক্য গুলি ছাড়া ইংরেজী বলা সম্ভব নয় তাই আপনাকে অবশ্যই এগুলি শিখতে হবে। 

যাই হোক শুরু করা যাক

তুমি কখন আসবে? / তুমি কখন আসছ?- When will you come?/ When you’re coming?

সে আমার চেয়ে বয়সে বড়- He is older than me.

সারা বছর ব্যাপী- Throughout the year.

সব মিলিয়ে কত?- How much altogether?

আমরা বাংলায় একটা কথা প্রায় বলে থাকি সেটা হলো লেলিয়ে দেওয়া আর ইংরেজী- Unleash

Unleash- লাগাম থেকে ছেড়ে দেওয়া, আটকে না রাখা এই অর্থেও ব্যবহার করতে পারি

ভয়ে কাঁপা- Tremble with fear

কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে প্রতিদিন কত টাকা লাগে বা প্রতিদিন কত খরচ হয়? – How much does it cost per day?

উত্তরে আপনি বলতে পারেন প্রতিদিন ১০০ টাকা করে খরচ হয় – It costs 100 rupees per day

দুঃখজনক শেষ/ বিষাদময় পরিণতি- Tragic end

দয়া করে এটা ভর্তি করে দিন- Fill it up, please

দয়া করে একটু ধীরে বলুন- Please speak slowly

আমার জন্য এটা গণনা kor- Please count this for me.

আমাকে দু গ্লাস জল দাও- Give me two glasses of watter

আমাকে এয়ারপোর্টে নিয়ে cholo- Please take me to the airport

These all are some of the most important daily used sentences. So prepare strongly.

আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন- Please take me to this address

তুমি কি আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে?- Please will you call me a taxi?/ Would you call me a texi?

তোমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত – You should control your anger/ You must try to bridle your temper

Bridle মানে সংযত করা বা নিয়ন্ত্রণ করা

তোমার কোনো চালাকি চলবে না- No tricks won’t work for you

তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেনো?- Why do you look so upset?/ Why are you so upset?

তুমি সন্দেহ প্রবন- You are a skeptical

তুমি বুঝতে পেরেছ?- You got it?

তুমি আমার কাছে কিছু গোপন করছো- You are hiding something for me.

সে সত্যি প্রেমে পরে গিয়েছিল- He Actually fell in love

সে আগামী কাল আমার সাথে যাচ্ছে – He’s going with me tomorrow.

ডানার নিচে/ ছত্র ছায়ায়- Under the wings

জন আগামী কাল ছুটিতে যাচ্ছে- John is going on vacation tomorrow.

কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে

কি করছ এখন?- What are you doing now?

উত্তরে আপনি বলতে পারেন

আমি গেম খেলছি- I am playing game

আজকাল তুমি কি করছো?- What are you doing nowadays?

ইদানিং তুমি কি করছ?- What are you doing lately?

সাধারণত পড়াশোনা শেষ হয়ে গেলে এটা জিজ্ঞাসা করে থাকে উত্তরে আপনি বলতে পারেন

আমি একটা জব করছি- I’m doing a job

আমি ইবিসিএস এর প্রস্তুতি নিচ্ছি- I’m preparing for WBCS

কত তারিখ?- What’s the date?

এটার দাম কত?- How much does it cost?

এটা অতিরিক্ত হয়ে গেছে/ এটা অনেক বেশি- That’s too much

এটা এক মাইলের বেশি হবে- It will be more than a mile

এক কথা বার বার বলো নাতো- Don’t say one thing repeatedly./ Don’t harp on the same thing.

Harp মানে বীণা

আমি ব্যাক্তিগতভাবে মনে করি- I personally think.

আমি তোমার কাছে কত টাকা ঋণী? -How much money do I owe you?

আমি এটা বিশ্বাস করতে পারছি না- I con’t belive it

আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি?- Can I use your phone?/ May I use your phone?

আমি কি অপেক্ষা করবো? – Should I wait?

আমি কি সোমবার দেখা করতে পারি?- Can I see you on Monday?

আমার দৃঢ় বিশ্বাস- I strongly believe

আমার জামাটা নিয়ে এসো – Bring My shirt/ Bring in my shirt,please

আমার জন্য অপেক্ষা করো- Please wait for me

আমার জন্য একজন ওসব করে- Someone does that for me

আমার জন্মদিন 5 ই আগস্ট- My birthday is 5th of August

আমাকে এটা নিজেই করতে দাও- Let me do it myself

তুমি কি আমার জন্য এটা ধরতে পারো?- Can you hold this for me?

তুমি কি আমাকে এটা দেবে?- You will give it to me?

আপনি কত তে নিতে চান?- How much do you want to take?

আপনি আমাকে নুনটা দেবেন দয়া করে?- Will you pass me the salt, please?

তুমি কি আমার একটা উপকার করবে?- Will you do me a favor?

আপনার কাছে এটার 7 নম্বর সাইজ হবে?- Do you have this in size 7?

আজকে খুব গরম পড়বে- It’s going to be hot today.

আজকে কি তুমি কাজ করবে?- Are you working today?

আজকে কত তারিখ?- What is the date today?

এটি সপ্তাহের কোন দিন?- What day of the week is it?

আজ সন্ধ্যায় ঠান্ডা পড়বে- It will be cold this evening

আজ রাতে কি তোমার সময় হবে?- Are you free tonight?

আজ রাতে তুমি কি করবে?- What will you do tonight?

আজ বৃষ্টি হওয়ার কথা ছিল না- It was not supposed to rain today.

আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন?- Why do you feel so happy today?

আজ তুষার পড়বে -It will snow today/ It’s going to snow today.

আজ খুব বৃষ্টি হয়েছে- It rained a lot today./It rain very hard today.

আজ অনেক ঠান্ডা -It’s very cold today.

আগামীকাল দেখা হবে- see you tomorrow. আগামীকাল কি বৃষ্টি হতে পারে- Is it supposed to rain tomorrow.

অনেক কাল আগে- A long time ago.

তোমার জুতা খুলে ফেলো- Please take off your shoes.

দয়া করে এটি লিখুন-Please write it down

দয়াকরে আমি কি বিলটি পেতে পারি- Can I have a bill please.

অনুগ্রহ করে ভিতরে আসুন-Please come in.

অনুগ্রহ করে বসুন-Please sit down.

দয়া করে তুমি কি ওটা আবার বলবে- Can you repeat that, please.

অনুগ্রহ করে একটা খবর রাখবে-Would you take a message, please.

এই ফর্মটি পূরণ করুন-Fill out this form.

অনুগ্রহ করে আরো ধীরে কথা বলুন-Please speak more slowly.

অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন -Can you speak louder, please.

আমি জনের সাথে কথা বলতে চাই -I want to talk to John.

আমি কি এক গ্লাস জল পেতে পারি? -Can I have a class of water, please?

আমি কি একটা রশিদ পেতে পারি?-May I have a receipt, please?

আমরা কি আরো কিছু রুটি পেতে পারি?-Can we have some more bread, please?

আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি?-Can I see your passport, please?

50 মিনিটের মধ্যে-Within 50 minutes.

এখন ৪টা বাজে -It is 4 o’clock.

top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!