• No products in the cart.

15 দিনের Basic Spoken English Class Through Bengali – Day7 | MithunEnglish

আজকে আমরা শিখবো Basic English Grammar 

খানে আমরা শিখবো কোন কোন pronoun এর সাথে কোন কোন helping verb কে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে।এটা যদি আপনি সঠিক না জানে থাকেন তাহলে ইংরেজী ভুল হয়ে যাবে আপনি sentence তৈরি করুন কিংবা ইংরেজী বলুন।এদের নিয়ম আপনাকে জানতে হবে একটু ভুল মানে সব ভুল। আজকে আমি চেষ্টা করব যত সহজ ভাবে এদের ব্যাবহারের rules গুলি শিখিয়ে দেওয়া যায়।

আমরা জানি helping verb অনেক সময় main verb হিসেবেও কাজ করে কিন্তু অনেকেরই বুঝতে অসুবিধা হয় তাই আজে আমি এটাকে ক্লিয়ার করে দেবো যাতে আর কখনো ভুল না হয়।যায় হোক বাক্যে আমরা helping verb কে কখন ব্যবহার করি যখন বাক্যে আর কোনো verb থাকে না। তখন আমরা এটাকে linking verb ও বলতে পারি। এটাকে কেনো linking ভার্ব বলা হয়? কারণ – এরা subject এর সাথে বাক্যের বাকি অংশের সাথে link করে দেয় বলে।

এক এক করে আমি বোঝানোর চেষ্টা করবো।

Am- হই

Am কে শুধুমাত্র I এর সাথে ব্যাবহার করা হয় । Am কে আমরা helping verb অথবা main verb ও বলতে পারি।

যেমন- আমি (হই) অসুস্থ। এই হই কথা টা আমরা উহ্য রাখি আমরা বলি আমি অসুস্থ।তো এর ইংরেজী হবে I am ill.

এখানে am কে আমরা main verb হিসেবে ব্যবহার করলাম কারণ এখানে আর কোনো verb নেই।

আমি (হই) খুশী।কিন্তু আমরা বাংলায় বলি আমি খুশী তো এর ইংরেজী হবে I am happy.

এখানেও am কে আমরা main verb হিসেবে ব্যবহার করলাম।

 

আমি যাচ্ছি ।- I am going. এখানে am কে helping verb হিসেবে ব্যবহার করা হলো verb একটি কিন্তু am কে এখানে ব্যবহার করা হয়েছে বাক্য গঠনে সাহায্য করতে।তাই এই বাক্যে am হলো helping verb।

আমি পড়ছি না – I am not reading.এখানে am কে helping verb হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ read এখানে main verb।

আশা করি বোঝাতে পেরেছি helping verb এবং main verb সম্পর্কে।

একটু আগে আমি linking verb সম্পর্কে বলছিলাম একটা উদাহরণের সাথে এটা বোঝা যাক।

তিনি একজন দানব। – He is a monster.

এখানে he হলো subject is হলো linking verb. A monster এটা হলো noun. একটা কথা আপনাকে মনে রাখতে হবে linking verb এখানে subject সম্পর্কে বলে সে কি করছে সেটা সম্পর্কে বলে না ।

আজকে আমাদের বিষয় কিন্তু কোন কোন pronoun এর সাথে কোন কোন helping verb ব্যবহার করা হয় সেটা সম্পর্কে। কিন্তু ইংরেজীতে একে ওপরের সাথে অনেক কিছু connected থাকে তাই আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক চলুন শেখা যাক পরেরটা।

Is- হয়

is কে ব্যবহার করা হয় he,she,it,any name।He কে male অর্থে ব্যবহার করা হয় আর she কে female অর্থে ব্যবহার করা হয়।

এটা নতুন- It is new

এখানে it এর সাথে আমি is কে ব্যবহার করলাম। এখানে is কে main verb হিসেবে ব্যবহার করা হয়েছে।

সে অসুস্থ।- He is sick

এখানেও is কে main verb হিসেবে ব্যবহার করা হয়েছে।

বব আমার বন্ধু- Bob is my friend

সে কাঁদছে- She is crying

এখানে is কে helping verb ব্যবহার করা হয়েছে। কারণ এখানে main verb হলো cry।

বৃষ্টি হচ্ছে- It is raining

তাহলে আমরা শিখলাম is মানে হয় ।

 

Is কে he,she,it,any name এর সাথে ব্যবহার করা হয় এছাড়া main verb ও helping verb অর্থে ব্যবহার করা হয়।

এবারে আমরা শিখবো Are- হয়।

 Are কে ব্যবহার করা হয় We,they,you

যেমন- আমরা পুরুষ- We are men

আমরা খুশী- We are happy

তুমি দেরী করেছো – You are late

তারা ক্লাসে আছে- They are in the class

তুমি কেনো কাঁদছো?- Why are you crying?

তারা বই পড়ছে- They are reading books

তাহলে আমরা শিখলাম Are- হয়। Are কে ব্যবহার করা হয় We,you,they,why এর সাথে।

এবার আমরা শিখবো was- ছিল।

 একে আমরা ব্যবহার করতে পারি I,he,she,it,any name অর্থে।

আমি ক্লান্ত cholam- I was tired

আমি ভুল ছিলাম – I was wrong

তিনি সাহসী ছিলেন- He was brave

সে চা বানাচ্ছিল- she was making tea

অন্ধকার হয়ে আসছিল- He was getting dark

কিম তখনও বেঁচে ছিল – Kim was still alive

তাহলে আমরা শিখলাম was – ছিল। একে ব্যবহার করা হয় I,he,she,it,any name অর্থে।

এবার আমরা শিখবো were- ছিল। 

একে ব্যবহার করা হয় We,they,you এর সাথে।

যেমন- আমরা সবাই ক্লান্ত ছিলাম-we were all tired

তুমি দেরী করেছিলে- You were late.

তারা ঘাসের উপর শুয়ে ছিল- They were lying on the grass.

এখানে আপনাকে মনে রাখতে হবে was এবং were কে past tense ব্যবহার করা হয়।

Will কে ব্যবহার করা হয় future tense এ।

যখন আমরা বাক্যে will ব্যবহার করবো তখন subject হবে I,you,we,they,he,she,It,any name.এক কথায় সবার সাথে will কে ব্যবহার করা যায় ।মানে সমস্ত subject এর সাথে আপনি will কে ব্যবহার করতে পারবেন।

আমি আবার চেষ্টা korbo- I will try it again.

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো- We will do our best.

তুমি একদিন সফল হবে- You will succeed someday.

কাল টম সেখানে যাবে – Tom will go there tomorrow.

Do কে ব্যবহার করা হয় I,you,we,they এদের সাথে

তুমি কি ধূমপান কর?- Do you smoke?

আমি আসি না – I do not come.

আমরা মাংস খাই না – We do not eat meat.

তারা রাতে কাজ করে না – They do not work at night.

এবার চলুন শেখা যাক Does এর ব্যবহার।

Dose কে ব্যবহার করা হয় He,she,It,any name অর্থে।

টম আমাকে ভালোবাসেনা- Tom does not love me.

সে স্কুলে যায় না- She does not go to school.

সে কি আমাকে ভালোবাসে?- Does she love me?

তবে do/does কে present tense এ ব্যবহার করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে।

Did কে ব্যবহার করা হয় I,you,we,they,he,she,it,any name এর সাথে।

আমি বেশিক্ষন ঘুমায় নি- I did not sleep long

সে সিনেমাটি দেখেনি- He did not see the movie

তারা ভালো করে পড়াশোনা করেনি- They did not study well

তুমি কি বইটি কিনেছিলে?- Did you buy the book?

এবার আমরা শিখবো Have এর ব্যবহার।

Haveকে ব্যবহার করা হয় I,we,they,you সাথে।

তবে আমরা একে main verb এবং helping verb হিসেবে ব্যবহার করতে পারি।

আমার একটি কলম আছে- I have a pen

তুমি কি খেয়েছ?- Have you eaten?

আমার কাছে টাকা নেই- I have no money

তুমি কি শেষ করেছ?- Have you finished?

এবার আমরা শিখবো Has এর ব্যবহার।

Has কে ব্যবহার করা হয় He,she,it,any name সাথে।

তার একটা গাড়ি আছে- He has a car

সে কি এখনো এসেছে? – Has he come yet?

তার নীল বর্ণের চোখ আছে- She has blue eyes

সে কি আবার ব্যর্থ হয়েছে?- Has he failed again?

এবার আমরা শিখবো Had এর ব্যবহার।

Had কে ব্যবহার করা হয় I,you,we,they,he,she,it any name সাথে।

তুমি লিখেছিলে- You had written.

তিনি মারা গিয়েছিলেন- He had died

আমার একটি ভালো ধারণা chilo- I had a good idea.

তার একটি মেয়ে ছিল- He had one doughter.

তোমার প্রচুর সময় ছিল- You had plenty of time.

এবার আমরা শিখবো can- পারা। 

এটি একটিmodel verb. Can কেউ সমস্ত subject এর সাথে ব্যবহার করা হয় যেমন – I,you,we,they,he,she,it,any name সাথে।

তুমি কি আসতে পারবে?- Can you come?

আমি টেনিস খেলতে পারি- I can play tennis

সে গাড়ি চালাতে পারে- she can drive a car

এবার আরো একটি model verb দেখা যাক could।

could কেউ সমস্ত subject এর সাথে ব্যবহার করা হয় যেমন – I,you,we,they,he,she,it,any name সাথে।

তিনি ফ্রেঞ্চ বলতে পারতেন- He could speak french

এবার চলুন শেখা যাক May.

Mayকেউ সমস্ত subject এর সাথে ব্যবহার করা হয় যেমন – I,you,we,they,he,she,it,any name সাথে।

আপনি যেতে পারেন- You may go

বৃষ্টি হতে পারে- It may rain

আমি কি আসতে পারি?- May I come in?

এবার চলুন শেখা যাক Might.

Mightকেউ সমস্ত subject এর সাথে ব্যবহার করা হয় যেমন – I,you,ওয়ে,they,he,she,it,any name সাথে।

সে আসতে পারে- She might come

এটা সত্য হতে পারে- It might be true

কাল বৃষ্টি হতে পারে- It might rain tomorrow

এবার চলুন শেখা যাক Must এর ব্যবহার।

Must কেউ সমস্ত subject এর সাথে ব্যবহার করা হয় যেমন – I,you,we,they,he,she,it,any name সাথে।

তোমাকে যেতেই হবে- you must go

আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে- We must leave early

তাকে অবশ্যই একজন আমেরিকান হতে হবে- He must be an American

ঠিক একই ভাবে would/should কে সমস্ত subject এর সাথে ব্যবহার করা হয়।

Example- You would go

You should go

I should go

She should go etc.

 Conclusion:-

আশাকরি আমি আপনাকে বোঝাতে পেরেছি কোন কোন pronoun এর সাথে কোন কোন helping verb ব্যবহার করা হয়।এগুলি আপনার খুব কাজে আসবে

top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!