• No products in the cart.

15 Days Basic Spoken English Class Through Bengali – Day5

আজকে আমাদের পঞ্চম ক্লাস

 আগের চারটি ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন নাহলে আপনার শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে।

আখনে আমি আপনাকে শেখাবো বিশেষ কিছু গ্রামার খুব সহজ ভাবে যা আপনাকে সঠিক ইংরেজী বলতে সাহায্য করবে এইগুলি না জানলে ইংরেজী বলা সম্ভব নয়।ইংরেজী বলার সময় এইগুলো কিভাবে ব্যবহার করবেন তাও আমি আপনাকে শেখাবো।

এই কোর্সটি শেষ করলে আপনার ইংরেজী গ্রামার অনেক শক্ত হবে তার সাথে আপনি শিখবেন বাছাই করা ভোকাবুলারি যা আপনকে দ্রুত ইংরেজী বলতে সাহায্য করবে।তার সাথে আপনি শিখবেন sentence কাঠামো যা আপনাকে সঠিক বাক্য গঠনে সাহায্য করবে।

এই 15দিনে আমি আপনাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করবো যা ইংরেজী বলতে সাহায্য করে।আজকে আমরা শিখবো wh-words যেগুলি আমদের প্রতিদিন ব্যবহার করতে হয় এগুলি না জানলে আপনি ইংরেজী বলতে পারবেন না।

 

Wh-words ব্যবহার করা হয় প্রশ্ন করতে

 

আজকে আমি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনাকে wh- words এর ব্যবহার শেখাবো। আশাকরি আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং এর ব্যবহার করতেও পারবেন। এতে আপনার ইংরেজী অনেক উন্নত হবে। তাহলে চলুন শুরু করা যাক।

 

What- কি?

এটা ব্যবহার করা হয় ask for information। 

যেমন-
সে কি বলেছিল?- what did he say?
তুমি কি কিনেছিলে?- what did you buy?
তাহলে আমি এখানে information বা তথ্য চাইছি সে কি বলেছিল আমি জানতে চাইছি কিংবা তুমি কি কিনেছিলে সেটা আমি জানতে চাইছি।
এই রকম information নেওয়ার জন্য বাক্যে আমরা what কে ব্যবহার করবো। এছাড়াও spoken english এ আমরা ছোট ছোট কিছু বাক্য ব্যবহার করে থাকি মানে spoken ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলো জানতেই হবে। যেমন- কি খবর?- what’s up?
তাতে কি?- so what?
আর কি?- what else?
কিসের জন্য?- what for?
ওটা কি?- what is that?
কি ঘটেছিল?- what happened?
তো এখানে আমরা what কে ব্যবহার করে কিছু ডেইলি use english শিখলাম।তাহলে আমরা what কে কেনো এর কিভাবে ব্যবহার করা হয় সেটা শিখলাম।এছাড়া what এর আরো কিছু ব্যবহার আছে চলুন দেখে নেওয়া যাক।
What time- কটার সময়/ কখন ask about time
যেমন- ক ‘ টা বাজে?- what time is it?
তুমি কখন বাসায় যাবে? – what time do you go home?
তুমি কখন ঘুমাতে যাও?- What time do you go to bed?
What kind মানে কি ধরনের। Description বা বর্ণনা জানতে what kind ব্যবহার করা হয়।
যেমন- তুমি কি ধরনের খেলা পছন্দ করো?- what kind of sports do you like?
তুমি কি ধরনের খাবার খাও?- What kind of meal do you eat?
এবার পরের wh-word টি শেখা যাক।when মানে কখন এবার যখন অর্থেও ব্যবহার করতে পারি।তবে এটাকে ব্যবহার করা হয় ask about time  সময় সম্পর্কে জানতে আমরা when কে ব্যবহার করে থাকি।
আমরা কখন খেতে পারি?- when can we eat?
তুমি কখন যাবে?- when will you leave?

When কে এখানে কখন অর্থে ব্যবহার করা হলো 

 

এবার চলুন যখন অর্থে ব্যবহার করা যাক
সময় পেলে এটি করো- do it when you have time
মানে যখন সময় পাবে এটা করার কথা বলা হলো।
সে কখন আসবে তা আমি জানি না ।- I don’t know when he’ll come
এছাড়াও when এর আরো কিছু ব্যবহার শিখে নিন।
Until when- যখন পর্যন্ত
Since when- কখন থেকে
From when- কখন থেকে
একটা উদাহরন দেখা যাক
তুমি কখন থেকে অপেক্ষা করছো?- from when are you waiting?
এবার আমরা শিখবো where এর ব্যবহার

Where- কোথায়?

Ask about places কোনো স্থান সম্পর্কে আমরা where ব্যবহার করে থাকি।
যেমন – কোথায় যাচ্ছো?- Where are you going?
তুমি অফিসে যাচ্ছো নাকি স্কুলে যাচ্ছো সেটা জানতে আমি এখানে where কে ব্যবহার করলাম।
আমার ঘড়ি কোথায়?- where is my watch?
স্টেশন কোথায়?- where is the station?
আমি কোথায় একটা ট্যাক্সি পেতে পারি?- where can I get a taxi?
এবার আমরা শিখবো why এর ব্যবহার

Why- কেন?

Ask about reason কোনো কারণ সম্পর্কে জানতে আমরা why ব্যবহার করে থাকি। যেমন –
কেন না?- why not?
কেন জিজ্ঞাসা করছ?- why do you ask?
তুমি করছিলে কোনো?- why did you cry?
তো এখানে আমরা কারণ জানতে why কে ব্যবহার করলাম।
এবার শিখবো whose এর ব্যবহার

Whose- কার/ যার

Ask about possession কোনো জিনিসের অপর কার অধিকার সেটা জানতে আমরা whose ব্যবহার করে থাকি।যেমন –
এটা কার?- whose is this?
ওটা কার গাড়ি?- whose car is that?
সে কার বন্ধু?- Whose friend is he?
এটি কার গিটার?- whose guitar is this?
এখানে আমরা শিখলাম whose মানে কার তবে আমরা whose কে যার অর্থেও ব্যবহার করতে পারি। যেমন –
আমার একটি বন্ধু আছে যার মা একজন ডাক্তার।- I have a friend whose mother is a doctor

এবার চলুন শেখা যাক Which=কোনটি

Which- কোনটি
Ask about choices কোনো পছন্দ সম্পর্কে জানতে আমরা এটি ব্যবহার করে থাকি তবে এটি কোনো বস্তুর ক্ষেত্রেই ব্যবহার করা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে নয়।সেটা আপনাকে মনে রাখতে হবে।
কোনটা ভালো?-  Which is better?
এখানে আমরা জিনিস এর কথা বলছি
তুমি কোনটি চাও?- which do you want?
মানে অনেকগুলি জিনিস আছে তার মধ্যে তুমি কোনটা চাও সেটা জানতে আমরা which ব্যবহার করলাম।
তবে অবশ্যই সেই জিনিস গুলো বস্তু।
তোমার কলম কোনটি?- which is your pen?

এবার চলুন শেখা যাক who এর ব্যবহার

Who- কে
Ask about people আমরা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে who কে ব্যবহার করে থাকি।তো একটু আগেই আমরা শিখলাম which. Which কে ব্যবহার করবো বস্তুর ক্ষেত্রে আর who কে ব্যবহার করবো ব্যাক্তির ক্ষেত্রে।
কে এটা করেছে ?- who did this?
ওখানে কে?- who is there?
কে আসছে?- who’s come in?

এবার চলুন শেখা যাক whom এর ব্যবহার

Whom- কাকে, কার, যার
Ask about people একেও কোনো ব্যক্তি অর্থে জানতে ব্যবহার করে থাকি।
এটা কার?- whom does this belong?
তুমি কার সাথে গেলে?- with whom did you go?
তুমি কার সাথে কথা বলতে চাও?- whom do you want to speak?

এবার চলুন whom এর অন্য একটি ব্যবহার শেখা যাক
তিনি সেই ব্যাক্তি যার সাথে আমার মুম্বইয়ে দেখা হয়েছিল।- He’s the man whom I met in Mumbai. এখানে আমরা যার অর্থে whom কে ব্যবহার করলাম। 

এছাড়াও whom কে আরো নানাভাবে ব্যবহার করে থাকি। যেমন –
With whom – কার সাথে
By whom- কার দ্বারা
About whom- কার সম্পর্কে
For whom- কার জন্য
এবার আমরা শিখবো How এর ব্যবহার

How- কিভাবে/ কেমন/ কত

Ask about process, manner
তুমি কেমন আছ?- How are you?
তার বয়স কত?- How old is he?
তুমি কিভাবে করলে ?- How did you do?
তুমি কেমন বোধ করছো?- How did you do?
How কে আরো নানাভাবে ব্যবহার করা হয় যেমন
For how long?- আর কতক্ষন?
How sad!- দুঃখজনক!
How far?- কত দূর?
How much?- কত?
কোনো জিনিসের দাম জানতে আমরা how much ব্যবহার করে থাকি।
এবার আমরা শিখবো এতক্ষন যে wh- word গুলো শিখলাম তাদের সাথে ever যোগ করে ব্যবহার করা।
তাহলে দেখা যাক।

Whatever- যাই হোক

যেমন- তোমার যা ইচ্ছা করো।- Do whatever you like
যা খুশি খাও- eat whatever you like
তুমি যা বলবে আমি তাই korbo- I’ll do whatever you ask

এবার শেখা যাক whichever

Whichever- যে কোনটি
আপনি যেটা চান নিন- take whichever you want
তোমার যেটা পছন্দ তা পছন্দ করো – Chose whichever you like

Whenever- যখনই/ যে কোন সময়ে

আপনি যখনই চান আসুন- Come whenever you like
আমরা শুরু করবো যখনই তুমি প্রস্তুত থাকবে- We’ll start whenever you’re ready

Wherever- যে কোন জায়গায়

আপনি যেখানে খুশি বসুন- Sit wherever you like
তুমি যেখানে চাও যেতে পারো- You can go wherever you want

However- যাই হোক

যাইহোক এটা সম্ভব নয়- However, it is not possible
যাইহোক আপনার পছন্দ মত আপনি এটি করতে পারেন- You can do it however you like

Whoever- যে কেউ

আপনি যে কেউ হন- whoever you are
যে এটা বলে সে মিথ্যাবাদী- whoever says that is a liar

Whomever- যাকে

তুমি আমন্ত্রণ জানতে পার তুমি যাকে পছন্দ করো- You can invite whomever you like
তুমি যাকে পারো কল করতে পারো- Call whomever you want to call

Whatsoever- যাইহোক/ যাই হোক না কেন

যাইহোক আমার কোনো পরিকল্পনা নেই- I have no plans whatsoever
যাইহোক সমস্যা নেই- There’s no problem whatsoever.
আজকে আমি আপনাকে দেখলাম wh এর ব্যবহার এগুলি ভালো করে শিখে রাখুন।কারণ ইংরেজী বলতে গেলে আপনাকে অবশ্যই এদের ব্যবহার করতে হবে ।বিশেষ করে ইংরেজীতে প্রশ্ন করার সময় এদের ব্যবহার করতে হয় আর ইংরেজীতে প্রশ্ন না করতে পারলে আপনি conversation fluently, flawlessly করতে পারবেন না।

top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!