• No products in the cart.

15 দিনের Basic Spoken English Class Through Bengali – Day4

Learn English Special Foundation Grammar Very Easily

আজকে আমাদের চতুর্থ ক্লাস আগের তিনটি ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন নাহলে আপনার শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে।

আখনে আমি আপনাকে শেখাবো বিশেষ কিছু গ্রামার খুব সহজ ভাবে যা আপনাকে সঠিক ইংরেজী বলতে সাহায্য করবে এইগুলি না জানলে ইংরেজী বলা সম্ভব নয়।ইংরেজী বলার সময় এইগুলো কিভাবে ব্যবহার করবেন তাও আমি আপনাকে শেখাবো।

এই কোর্সটি শেষ করলে আপনার ইংরেজী গ্রামার অনেক শক্ত হবে তার সাথে আপনি শিখবেন বাছাই করা ভোকাবুলারি যা আপনকে দ্রুত ইংরেজী বলতে সাহায্য করবে।তার সাথে আপনি শিখবেন sentence কাঠামো যা আপনাকে সঠিক বাক্য গঠনে সাহায্য করবে।

এই 15দিনে আমি আপনাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করবো যা ইংরেজী বলতে সাহায্য করে। যাই হোক আজকে আমরা শিখবো modal verbs কারণ এদের ছাড়া ইংরেজী বলা প্রায় অসম্ভব তাই শিখতেই হবে আজকে আমি এদের ব্যাবহার খুব সহজে শিখিয়ে দেবো আশা করি আজকের পর আর আপনাদের এদের ব্যাবহার করতে ভুল হবে না।


Will বাংলা বাক্যের শেষে সাধারনত ব,বে,বেন যুক্ত থাকে ।


যেমন – আমি করবো- I will বা আমরা বলতে পারি I
shall
তুমি করবে- you will
সে করবে- He will
তারা করবে- They will
আপনি করবেন- You will
সে পড়বে- He will read
আমি অফিসে যাবো- I will go to the office
Would সন্দেহ বা সম্ভবনা অর্থেও এটা ব্যবহার করা হয় । ভবিষ্যতের কাজকে বর্তমানে আমরা বলছি এমন ক্ষেত্রে আমরা would ব্যবহার করে থাকি।
সে পরীক্ষায় পাশ করবে- He would pass the exam
আজ বৃষ্টি হবে- It would rain today
এক্ষণে আমি বলতে পারতাম It will rain today মানে would এর জায়গায় আমি will কে ব্যবহার করতে পারতাম এদের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা আপনার জানা উচিৎ নাহলে সবসময় মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাবে তাছাড়া এটা না জানলে আপনি এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না ।
Will এবং would হলো modal verb

Would কে আমরা past tense ব্যবহার করতে পারি

Would কে আমরা past tense ব্যবহার করতে পারি কিন্তু will কে আমরা পারি না
ভবিষ্যতের কথা বলতে will কে আমরা সব জায়গায় ব্যবহার করতে পড়ি কিন্তু would কে করা যায় না ।
যখন আমরা কিছু কল্পনা করে বলি তখন আমরা would কে ব্যবহার করতে পারি একটা উদাহরন দিলে আপনার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে ।
যেমন- আজকে বৃষ্টি হবে – it will rain today
কল্পনা কালকে বৃষ্টি হবে- It would rain tomorrow
যখন আমরা কোনো কল্পনা থেকে কোনো কিছু বলবো তখন আমরা would কে ব্যবহার করতে পারি।আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি। বাংলা অর্থ এক হলেও ইংরেজীতে আর গুরুত্ব অনেক।

Habit in the past- 

অতীতের অভ্যাস বোঝাতে আমরা would কে ব্যবহার থাকি। jemon- আমরা ধূমপান করতাম- we would smoke মনে আগে ধূমপান করতাম এখন করিনা এমন পরিস্থিতি হলে আপনারা would কে ব্যবহার করতে পারেন।তবে আমি বলবো would এর বদলে used to কে ব্যবহার করতে এইসব ক্ষেত্রে।

যেমন – We used to smoke


এবার চলুন শেখা যাক would be -এর ব্যবহার


বাক্যে যখন would be ব্যবহার হবে তখন তার মানে হবে ‘ হয়তো’
যেমন- সে হয়তো আসছে- He would be coming
তারা হয়তো কাজ করছে- They would be warking


এবার চলুন শেখা যাক can এর ব্যবহার

Can কে আমরা ability বা পারা অর্থে ব্যবহার
করে থাকি এমন কোনো কাজ যেগুলি আমদের দ্বারা সম্ভব সেই সামর্থ বোঝাতে আমরা can কে ব্যবহার করে থাকি। যেমন- তুমি এটা করতে পারো – you can do it
আমি ইংরেজী বলতে পারি- I can speek english
সে দৌড়াতে পারে She can run


এছাড়াও ask for permission বা অনুমতি অর্থে আমরা can কে ব্যবহার করতে পারি

যেমন- আমরা কি এখন বাড়ী যেতে পারি? – can we go home now?


এখানে আমরা অনুমতি নিতে can কে ব্যবহার করলাম


Give permission আবার অনুমতি দিতে can কে ব্যবহার করা হয়। যেমন- তুমি এখন বাড়ি যেতে পারো – you can go home now


এবার চলুন শেখা যাক could এর ব্যবহার :-

আপনাকে একটা কথা জেনে রাখতে could হলো can এর চেয়ে অনেক বেশী polite এই অর্থে আমরা ইংরেজী বাক্যে could কে ব্যবহার করতে পারি।


আমি কি একটা প্রশ্ন করতে পারি দয়া করে?- Could I ask a question please?
আমি কি এখন বাড়ি যেতে পারি- could I go home now
এখানে আমরা can কেও ব্যবহার করতে পারতাম তাতে বাক্য কোনো ভুল হতো না ।আর বাক্য অতটাও polite হতো না ।


চলুন পরের point টা দেখা যাক।

Past ability বা অতীতের অভ্যাস বোঝাতে-

Past ability বা অতীতের অভ্যাস বোঝাতে আমরা could কে ব্যবহার করে থাকি
যেমন – তিনি দশ বছর বয়সে ভালো সাঁতার কাটতে পারতেন – He could swim well when he was ten


Polite Request ভদ্র ভাবে অনুরোধ করতেও আমরা could কে ব্যবহার করে থাকি

যেমন- দয়া করে আপনি কি দরজাটা খুলতে পারবেন?- could you open the door please
Permission বা অনুমতি নিতে could কে ব্যবহার করা হয় তবে সেই অনুমতি টা হবে অনেক polite
তুমি কি দরজা টা খুলবে – could you open থে door
এবার চলুন শিখি could be এর ব্যবহার
Could be- হতে পারত, হতে পারে ( possibility)
যেমন- সে বাড়িতে থাকতে পারে- He could be in the house এটা একটা সম্ভবনা যে সে থাকতে পারে।
এবার চলুন শেখা যাক may এর ব্যবহার।


May কে ব্যবহার করা হয়- possibility,permission,request অর্থে


যেমন- সে যেতে পারে- He may go
এটা একটা positibility সে যেতেও পারে আবার নাও পারে।
আমাদের দেরী হতে পারে- we may be late
আমি কি আসতে পারি?- May I come in? এটা একটা request


Might অপেক্ষাকৃত কম সম্ভবনা অর্থে might ব্যবহার করা হয়।


যেমন- বৃষ্টি হতে পারে- It may rain কিন্তু যদি বলি It might rain তখন বৃষ্টি হওয়ার ঘটনাটা কম বোঝাবে।

সে আসতে pare- সে might come এখানে তার আসার সম্ভবনা অনেক কম।তাহলে আমদের মনে রাখতে হবে অপেক্ষাকৃত কম অর্থে আমরা might ব্যবহার করতে পারি।


Must- অবশ্যই


সে অবশ্যই যাবে- He must go
আমি তাদের অবশ্যই সাহায্য করবো- I must help them
তাহলে আমরা শিখলাম অবশ্যই করতে হবে এমন কিছু বোঝালে আমরা বাক্যে must কে ব্যবহার করব


Should – উচিৎ, উপদেশ অর্থে ব্যবহার করা হয়ে থাকে


যেমন- তার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিৎ – He should wake up early
আমাদের ভদ্র হওয়া উচিত- we should be polite
তাদের কঠোর পরিশ্রম করা উচিত- they should work hard
এবার শিখবো should be এর ব্যবহার বাংলা বাক্যে হওয়া উচিৎ অর্থে আমরা should be ব্যবহার করে থাকি । যেমন-
তার দয়ালু হওয়া উচিত- He should be kind


Shall বাংলা বাক্যের শেষে ব, বে,বেন ইত্যাদি যুক্ত থাকে কিন্তু Spoken English এর ক্ষেত্রে shall কে আর ব্যবহার করা হয় না এখন shall এর পরিবর্তে আমরা will ব্যবহার করে থাকি তবে এটা আপনার জানা উচিত I এর সাথে shall ব্যবহার করা যায়।

top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!