• No products in the cart.

15 দিনের Basic Spoken English Class Through Bengali – Day3

Let’s start the Basic Spoken English Class Through Bengali – Day3

আজকে আমাদের তিন নম্বর ক্লাস আগের ক্লাস 2টো যারা দেখেননি তারা দেখে নেবেন কারণ আমি ওখানে ইংরেজির অনেক কিছু আলোচনা করেছি।

General Greetings

আজকে আমরা শিখবো কিভাবে কাওকে অভিবাদন করতে হয়।আপনাকে অবশ্যই এটা শিখতে হবে অনেকেই মনে করেন এটা একটা বেকার জিনিস তাদের বলি ব্যবহারই হলো আপনার ব্যক্তিত্বের পরিচয় তাই ব্যাক্তিত্ব কে পাশে করতে এটা আপনাকে শেখা উচিৎ।

তাহলে চলুন শুরু করা যাক
Hi/Hello
কারোর সাথে দেখা হলে এগুলোই আমাদের ব্যাবহার করা উচিৎ তবে কাকে hi বলবো কাকে hello বলবো সেগুলি আপনাকে জানা উচিত কারণ এদের মধ্যে একটি পার্থক্য আছে।
Hi বলা হয় আমাদের চেনা জানা কাওকে সে বন্ধু হতে পারে কিংবা আমাদের আত্মীয় হতে পারে মনে কাকে যাকে hi বলবো তাকে আমরা খুব ভালো ভাবে চিনি বা সেই ব্যাক্তি আমাদের খুব পরিচত।
Hello বলা হয় তাদেরকে যাদের আমরা চিনি কিন্তু আমাদের কাছে খুব ঘনিষ্ট নয় তবে অচেনা ব্যাক্তিকেও বলতে পারেন।
Hi এবং hello মধ্যে আরেকটা পার্থক্য আছে
Hi- informal way তে ব্যবহার করা হয়
Hello- formal way তে ব্যবহার করা হয়
আরকটা কথা বলে দেই যেটা জানা খুবই জরুরি অনেকেই মনে করেন hi শব্দটা শুধুমাত্র মেয়েরা বা মেয়েদের অর্থে ব্যবহার করা হয় এটা ভুল ধারণা আপনি সবার সাথে ব্যবহার করতে পারেন ছোট বড়ো বন্ধু বান্ধব সবার সাথে। বাংলায় দেখা হলে বলি নমস্কার ঠিক তেমন ইংরেজীতে বলি hi আশা করি এদের ব্যবহার আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে।

নিজের কনফিডেন্স বাড়াতে আজকে থেকে এগুলি বলা শুরু করুন।

Good Morning- সুপ্রভাত

এটা দুপুর 12টার আগে পর্যন্ত বলা যায় আজকে থেকে এটাও বলা শুরু করুন। আর একটা কথা বলে দেই রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা good morning বলতে পারি ।
আবার প্রশ্ন হতে পারে যে কারো সাথে যদি রাত 4 টায় দেখা হয় তাহলে কি তাকে good morning বলা যাবে অবশ্যই বলা যাবে এতে কোনো অসুবিধা নেই।
অনেকই বলবেন এটা তো আমিও জানি সকালে good morning বলতে হয় জানা আর ব্যাবহার করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই জানার কোনো গুরুত্ব নেই যদি না আপনি ব্যবহার করতে পারেন তাই আজকে থেকে এগুলি ব্যবহার করতে শিখুন।

Good Afternoon

এটা দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত বলা যায় তবে যতক্ষণ আমরা সূর্যের আলো দেখতে পাই ততক্ষন বলা যেতে পারে।

Good Evening

সন্ধ্যা 6 টা থেকে রাত 12 টার আগে পর্যন্ত আমরা good evening বলতে আপনি রাত 9টা good evening বলতে পারেন এতে কোনো অসুবিধা নেই। আবার অনেকের মনে প্রশ্ন হবে যে তাহলে good night কখন বলবো? তাহলে চলুন দেখে নেই

Good Night

সচরাচর good night তখন বলা হয় যখন তার সাথে বিদায় নেওয়া হয়।কারো সাথে দেখা হলে আপনি তাকে good night বলতে পারবেন না।
আপনি তখন তাকে এই কথাটি বলতে পারবেন আপনি তাকে good night তখন বলতে পারবেন যখন আপনি তার সাথে আর দেখা করবেন না বা হবেনা।
ধরে নেওয়া যাক আপনি রাতে কারো বাড়িতে নিমন্ত্রণ বাড়ি খেতে গেছেন এবার সেখান থেকে আপনি ফিরে আসছেন মানে সেইদিন তাদের সাথে আপনার আর দেখা হবে না সেইদিন আপনি good night বলে আসতে পারেন।এটা আপনি নিজের বাড়ির লোকেদের বলতে পারেন যখন আপনি ঘুমোতে আসবেন তখন good night বলতে পারেন।এটা খুব ভালো করে মনে রাখবেন।
আশা করি আমি আপনাকে
Good morning
Good evening
Good afternoon
Good night

এদের ব্যাবহার শেখাতে পেরেছি?

Mid night- রাত 12 টার সময়কে বলা হয়
Mid day- দুপুর 12টার সময়কে বলা হয়
How are you?- আপনি কেমন আছেন / তুমি কেমন আছো?
কারোর সাথে দেখা হলে আমরা এটা ব্যবহার করে থাকি। কেউ কেমন আছে তার অবস্থা কি এইসব জানতে এটা ব্যবহার করা হয়। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে থাকে how are you? তার উত্তর এইভাবে দিন I am fine/ I am good/I am ok
এগুলো আপনি তখনই বলতে পারেন যখন আপনি ভালো অবস্থায় আছেন।আর আপনি ভালো না থাকলে বলুন I am not fine/I am not ok এছাড়াও আমরা বলতে পারি I am doing really well,thank you. আমি সত্যিই ভালো করছি ধন্যবাদ।
I am well- আমি ভালো আছি
Yeah all right- হ্যাঁ সব ঠিক আছে
Very well thanks- খুব ভালো ধন্যবাদ
তো এইগুলি আপনি ব্যবহার করতে পারেন সবগুলি শিখে রাখুন যেটা আপনার ভালো লাগে সেটি ব্যাবহার করুন। আবার পরেরটা শেখা যাক।

How do you do?- আপনি কেমন আছেন?/ তুমি কেমন আছো?
অনেকই আছেন যারা how are you আর পরিবর্তে how do you do এই দুটোরই অর্থ হলো আপনি কেমন আছেন কেউ আপনাকে এগুলি জিজ্ঞাসা করলে আপনি আগের উত্তর গুলি একই ভাবে দিতে পারেন।
How are you doing?- আপনার কি অবস্থা?
I am doing good- আমি ভালো করছি
Pretty good- বেশ ভালো

এবার পরেরটা শেখা যাক
How is it going?- কেমন চলছে ?
এর উত্তর আমরা এভাবে দিতে পারি Great এছাড়াও আরো কিছু ছোট ছোট words আছে যেগুলো আমরা ব্যাবহার করতে পারি
What’s up?- কি চলছে?
What’s new?- নতুন কোন খবর আছে?
এটা সাধারণত বন্ধুদেরকে ব্যাবহার করা যায় আর উত্তর আপনি আগের গুলির মত দিতে পারেন
How about you?- তুমি কেমন আছো?
আপনি ভালো থাকলে বলুন good ভালো না থাকলে বলুন not good বা আগের উত্তর গুলিও আপনি ব্যবহার করতে পারেন
What’s going on?- কি চলছে?
এটা আমরা তখন জিজ্ঞাসা করতে পারি আপনি যখন কোনো মিটিং এ আছেন তখন হটাৎ করে কেউ আপনাকে জিজ্ঞেস করলো এটা আপনি তখন উত্তর দিতে পারেন nothing যদি আপনি তাকে বলার ইচ্ছে না করেন আর যদি বলতে চান তাহলে আপনি যা করছেন সেটা বলুন।
How’s your day?
How’s your day going?
ধরুন আপনি কোথাও কাজ করেন সেখানে সবাই জানে আপনি কোথাও ঘুরতে গেছেন তাদের মধ্যে কেউ আপনাকে এই বাক্য গুলি জিজ্ঞাসা করতে পারে
How’s everything?
How’s are things?
এদের অর্থ সবকিছু কেমন চলছে?
এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন good/not bad এগুলি বলে।
Good to see you
Nice to see you
এর অর্থ আপনাকে দেখে ভালো লাগলো
এর উত্তরে আপনার বলা উচিৎ good to see you too এর মানে তোমাকে দেখেও খুব ভালো লাগছে।
এছাড়াও আমরা বলতে পারি Nice to meet you.
এর উত্তর হবে Nice to meet you too.

Thanks/ thank you

Thanks এই কথাটি ইংরেজীতে খুব বেশি ব্যবহার করা হয়।
যেমন কেউ আপনাকে 1 গ্লাস জল দিল তাকে আপনার thanks বলা উচিৎ যেটা আমরা বাংলায় বলে থাকি ধন্যবাদ।
Thank you so much এই বাক্যটি আমরা তখন ব্যবহার করে থাকি ধরে নেওয়া যাক আপনার একটা কাজ অনেকদিন থেকে আটকে ছিল কেউ করে দিলো তখন আপনি তাকে বলতে পারেন thank you so much.

Please

কাওকে কিছু অনুরোধ করতে please কথাটি ব্যবহার করা হয়।
যেমন please, give me a glass of watter.
Excuse me যখন কোনো অচেনা ব্যাক্তিদের সাথে কথা বলতে হয় তখন বলতে হয় excuse me
যখন কেউ আপনাকে excuse মে বলবে তার উত্তরে আপনি বলুন excused।
কারো থেকে বিদায় নেয়ার সময় বলুন bye/ good bye/ see you see you টা সাধারণত চেনা জানা ব্যাক্তিদের বলা হয় / see you latter এটা তখন বলা যায় যখন আপনি কারও সাথে কথা বলতে বলতে আপনার দেরী হয়ে গেছে তখন আপনি বলতে পারেন see you latter বা আপনি এটাও বলতে পারেন see you tomorrow- কালকে দেখা হবে
Have a nice day- আপনার দিনটি শুভ হোক বা দিনটি ভালো কাটুক।
Pleased to meet you- তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো
It’s great to see you- আপনাকে দেখে খুব ভালো লাগছে

এবার দেখা যাক এই কথা টি কোথায় ব্যাবহার করা হয় ধরে নেওয়া যাক আপনার বাড়িতে কিছু অনুষ্ঠান হচ্ছে সেখানে অনেক লোক এসেছে তো তাদের মধ্যে এমন একজন এসেছে যাকে আপনি তাদের মধ্যে আশা করেননি তখন আপনি তাকে বলুন এটা ।

Long time no see/ It’s been a while- অনেক দিন দেখা নেই
এগুলো তাদের বলুন যাদের সাথে আপনার অনেক দিন পর দেখা হয়েছে হটাৎ দেখা হয়েছে তখন তাকে এটা বলতে পারেন ।
It’s all right- সব ঠিক আছে
কারোর সাথে রাস্তায় ধাক্কা লেগে গেলে সে যদি আপনাকে sorry বলে তখন আপনি তাকে বলতে পারেন it’s all right
Are you ok?- তুমি ঠিক আছো তো?
আর উত্তর হবে yes, absolutely- হ্যাঁ, একেবারে।

top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!