• No products in the cart.

15 দিনের Basic Spoken English Class Through Bengali – Day6 | MithunEnglish

আজকে আমরা শিখবো daily use english words এবং তাদের ব্যবহার

ইংরেজী বলতে হলে শুধু words জানলেই হবে না সেগুলি দিয়ে যদি বাক্য না তৈরি করতে পারেন তাহলে হাজার হাজার ভোকাবুলারি জেনেও কিছু হবেনা। 

আজকে আমি সহজ কিছু কিছু শব্দ নিয়ে তাদের দিয়ে তাদের বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই শেখাবো। অনেকই মনে করেন ইংরেজী বলতে গেলে জানতে হবে অনেক কঠিন কঠিন শব্দ। 

তাহলে বলি আপনার ধারণা একেবারেই ভুল আমরা বাংলায় যেমন কথা বলি ঠিক তেমনি ইংরেজীতেও কথা বলা হয় সহজ ভাবে।

ডাক্তার ও ইঞ্জিনিয়ার এর ইম্পরট্যান্ট গল্প ঃ-

একজন ডাক্তার ডাক্তারী বিষয়ে অনেক কিছু জানেন ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার তিনি খুব ভালো করেই ইঞ্জিনিয়ারিং টা জানেন। কিন্তু একজন ডাক্তারকে যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং পড়াতে সেটা যেমন সম্ভব নয় ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার ডাক্তারী করতে পারবেন না। 

কিন্তু তারা আমাদের মতই কথা বলেন আমি খাবো,আমি যাবো এটা common।এই common জিনিসটাই আমাদের প্রথম শেখা উচিৎ। যেটা জানলে আপনি সহজেই কারো সাথে কথা বলতে পারবেন। তাই আগে কঠিন জিনিসের দিকে না গিয়ে সহজ জিনিসে মন দিন তাহলেই দ্রুত ইংরেজী বলতে শিখে যাবেন।

আর একবার বলা শুরু হয়ে গেলে সবকিছু আপনার কাছে সহজ হয়ে যাবে তখন কঠিন বলে আর কিছু থাকবে না। 

যাই হোক শুরু করা যাক আজকের ক্লাস।

Quite- বেশ (কোয়াইট)
তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল- He looked quite tired
Area- এলাকা
এলাকাটা শান্ত ছিল – The area was quiet
আমরা এখানে একই রকম শুনতে দুটি শব্দ শিখলাম
Quite- বেশ(কোয়াইট)
Quiet- শান্ত (কোয়ায়েট)
এই দুটি শব্দ ভালো করে মনে রাখবেন এগুলো অনেকে ভুল করে ফেলে।
Place- জায়গা/ স্থান
আমি তোমার জায়গায় আসবো- I’ll come to your place
Within- মধ্যে
সে একমাসের মধ্যে ফিরে আসবে- He will come back within one month


See- দেখা
আমি তাকে আগে দেখেছি- I have seen her before
See এর past participle হলো seen

Form- ফর্ম/ আবেদনপত্র
সে আবেদনপত্র পূরণ করেছিল- He filled out the application form
Business- ব্যাবসা
আমি এখানে ব্যাবসার কাজে আছি- I am here on business
School- বিদ্যালয়
তোমার স্কুল কোথায়?- Where is your school?
Possible- সম্ভব
আমরা সবাই যতদিন সম্ভব বাঁচতে চাই- All of us want to live as long as possible
Away- দূরে
কুকুর থেকে দূরে থাক- Keep away from the dog
Less- কম
আমি এক ঘন্টারও কম সময়ে কাজ শেষ করেছি- I finished the work in less than an hour
Taken- নেওয়া হয়েছে
তুমি কি এখনো তোমার ওষুধ খেয়েছো?- Have you taken your medicine yet?
Large- বড়ো/ বিশাল
তিনি একটি বড়ো বাড়িতে থাকেন- He lives in a large house
Family- পরিবার
তার পরিবার অনেক বড়ো- His family is very large
Early- তাড়াতাড়ি
আমার মা তাড়াতাড়ি ওঠে- My mother gets up early
Whether- কিনা
আমি জানিনা তুমি তাকে পছন্দ করো কি না – I don’t know whether you like her or not
Hand- হাত
হাত ওপরে তুলুন – Raise your hands
Raise মানে ওপরে তোলা
Told- বলেছিল
আমি তাকে আসতে বলেছিলাম- I told him to come
Tell এর past ফর্ম হলো told
Best- সেরা
তোমাকে অবশ্যই তোমার সেরাটা করতে হবে- You must do your best
Money- টাকা
তুমি কি টাকা চাও?- Do you want money?
Face- মুখ
আপনার মুখ ধুয়ে নিন- Wash your face
Already- ইতিমধ্যে
সে কি ইতিমধ্যে এসে গেছে?- Has he arrived already?
Power- ক্ষমতা/ শক্তি
যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে কি হবে?- What will happen if you don’t have the power?
Young- তরুণ/অল্প বয়সী
আমাদের শিক্ষককে খুব অল্পবয়সী দেখায়- Our teacher looks very young
Better- ভালো
তোমার কি একটি ভালো ধারণা আছে ?- Do you have better idea?
Night- রাত
কাল রাতে কি হয়েছিল- What happend last night
Country- দেশ
আমি এই দেশেই বাস করি- I live in this country
Change- পরিবর্তন
আমি আমার রুম পরিবর্তন করতে চাই- I’d like to change my room
Side- পাশ
এই ওষুধের কোনো পার্শপ্রতিক্রিয়া নেই- This medicine has no side effects
Yet- এখনও
আপনি কি এখনো দুপুরের খাবার খেয়েছেন?- Have you eaten lunch yet?
Become- হয়ে, যোগ্য হওয়া
আমার দাদী বুড়ো হয়ে গেছে- My grandmother has become old
Almost- প্রায়
রাতের খাবার প্রায় প্রস্তুত- Dinner is almost ready
Enough- যথেষ্ট
আজকের জন্য এটাই যথেষ্ট- That’s enough for today
Perhaps- সম্ভবত
সম্ভবত কাল বৃষ্টি হবে- Perhaps it will rain tomorrow
Mean- মানে
আমি জানি তুমি কি বোঝাতে চাও – I know what you mean
Support – সমর্থন করা
তাকে সমর্থন করার জন্য একটি বড়ো পরিবার রয়েছে- He has a large family to support
Done- সম্পন্ন
আমি প্রায় কাজ শেষ করেছি – I’m allmost done
Service- সেবা/ পরিষেবা
আমরা দুর্বল পরিষেবা সম্পর্কে অভিযোগ করেছি- We complained about the poor service
Together- একসাথে
তারা একসাথে কাজ করতে রাজি হয়েছে- They agreed to work together
Whole- পুরো
সমগ্র জাতি শান্তি চায়- The whole nation wants peace
Himself- নিজে
সে নিজেই তার ঘড়ি মেরামত করেছিল- He repaired his watch by himself
Nothing- কিছুই না
আমার কিছুই বলার নেই- I have nothing to say
Control- নিয়ন্ত্রণ
রাম তার রাগ সামলে রাখতে পারল না- Ram couldn’t control his anger
Able- সক্ষম
তুমি কি সাঁতার কাটতে সক্ষম- Are you able to swim
Room- ঘর
তোমার ঘর পরিষ্কার রেখো- Keep your room clean
Though- যদিও
যদিও তার বয়স অনেক, সে সুস্থ।- Even though he’s very old,he’s healthy
Thing- জিনিস
সবাই একই জিনিস খেয়েছিল- Everyone ate the same thing
Act- কাজ, অভিনয়,আইন
আমি তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব- I will act on your advice
Open- তুমি বাক্সটি খুললে কেন?- Why did you open the box?
Problem- সমস্যা
তুমি কিভাবে সমস্যার সমাধান করলে?- How did you solve the problem?
Week- সপ্তাহ
আমি এই সপ্তাহে খুব ব্যস্ত- I’m very busy this week
Report- প্রতিবেদন/ বিবরণ
তিনি প্রতিবেদনটি লিখেছেন- He wrote the repo

এরকমভাবে ছোট ছোট ওয়ার্ড এর উপর ফোকাস রেখে আমাদের প্র্যাকটিস উন্নত করে জেতে হবে প্রতিদিন।


top
Template Design © VibeThemes. All rights reserved.
error: Content is protected !!